ভারত-রাশিয়ার মধ্যে ২০ চুক্তি সই


প্রকাশিত: ১০:৫১ এএম, ১২ ডিসেম্বর ২০১৪

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ভারত সফরে দুই দেশের মধ্যে ২০টি চুক্তি সই হয়েছে। শুক্রবার ভারতের একাধিক সংবাদ মাধ্যম এ তথ্য জানিয়েছে।

সংবাদ মাধ্যমগুলোতে জানানো হয়, এ চুক্তির ফলে পরমাণবিক শক্তি, বাণিজ্য, প্রতিরক্ষাসহ বিভিন্ন ক্ষেত্রে দুই দেশের মধ্যে পারস্পরিক সহযোগিতা আরও বাড়বে। ভারতকে অন্তত ১০টি পারমাণবিক চুল্লি বানাতে সাহায্য করবে রাশিয়া। এছাড়া জলবিদ্যুৎ প্রকল্পে সহায়তার জন্য যৌথ উদ্যোগে ১০০কোটি ডলারের একটি চুক্তিও সই হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ভারত সফরের জেরে দিল্লি ও মস্কোর দ্বিপাক্ষীক সম্পর্ক নতুন মাত্রা পেল । দুই দেশের মধ্যে বিভিন্ন ক্ষেত্রে সই হয়েছে ২০টি চুক্তি; যার ফলে ভারতকে অন্তত ১০টি পারমাণবিক চুল্লি বানাতে সহায়তা করবে রাশিয়া।

পরমাণু চুক্তি ছাড়াও তেরোটি বাণিজ্য চুক্তি ও আরও বেশকিছু বড় ধরনের জ্বালানি চুক্তিও সই হয়েছে দু দেশের মধ্যে।

বৃহস্পতিবার দিল্লিতে টানা সাড়ে তিন ঘণ্টা বৈঠক করেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

বৈঠকের পর মোদি বলেন, দু দেশের পরমাণবিক জ্বালানীর ভবিষ্যত নিয়ে আলোচনা ফলপ্রসু এবং নতুন পরমাণু চুল্লিগুলি আগামী কুড়ি বছরে তৈরি হবে। পারমাণবিক উপাদানগুলোও দেশেই তৈরি হবে বলে জানান মোদি।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।