১৬৭ আরোহী নিয়ে রুশ বিমানের জরুরি অবতরণ

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০২:১৩ পিএম, ১২ সেপ্টেম্বর ২০২৩
ছবি সংগৃহীত

রাশিয়ার একটি যাত্রীবাহী বিমান জরুরি অবতরণ করেছে। বিমানটি কৃষ্ণ সাগরের সোচি রিসোর্ট থেকে যাত্রা করেছিল। পরে এটি সাইবেরিয়ার ওমস্ক শহরের একটি মাঠে জরুরি অবতরণ করে। সে সময় বিমানটিতে ১৬৭ জন আরোহী ছিলেন। স্থানীয় সময় মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) স্থানীয় কর্মকর্তারা এ তথ্য নিশ্চিত করেছেন। খবর মস্কো টাইমস।

স্থানীয় কর্তৃপক্ষ উরাল এয়ারলাইন্স এয়ারবাস এ৩২০ যাত্রীবাহী বিমানের একটি ফুটেজ প্রকাশ করেছে। সেখানে দেখা যায়, নোভোসিবিরস্ক অঞ্চলের একটি বনের কাছাকাছি অবস্থিত একটি মাঠে বিমানটি অবতরণ করেছে। তবে জরুরি অবতরণের ঘটনায় কেউ হতাহত হয়নি।

আরও পড়ুন: গোপনে ইরানকে বড় ছাড় দেওয়ার প্রক্রিয়া সারলো যুক্তরাষ্ট্র

রাশিয়ার বিমান চলাচল সংস্থা রোসাভিয়াতসিয়া জানিয়েছে, আকাশ থেকে নির্দিষ্ট এলাকা নির্বাচন করে সেখানেই অবতরণ করেছে বিমানটি। এটি নোভোসিবিরস্ক অঞ্চলের কামেনকা গ্রামের কাছে অবতরণ করেছে বলে জানানো হয়।

বিমানের ক্রু সদস্যদের বরাত দিয়ে সংস্থাটি জানিয়েছে, জরুরি অবতরণের সময় বিমানটিতে ১৫৯ যাত্রী এবং ছয় ক্রু সদস্য ছিলেন। বিমানের আরোহীরা কাছাকাছি একটি গ্রামে অবস্থান করছেন বলেও জানানো হয়।

আরও পড়ুন: ভারতে বাইডেনকে সংবাদ সম্মেলন করতে দেয়নি মোদী সরকার: কংগ্রেস

রাশিয়ার তদন্ত কমিটি জানিয়েছে, তারা এই বিষয়ে তদন্ত শুরু করেছে। তবে তারা জানিয়েছে যে, কারিগরি ত্রুটির কারণে বিমানটি জরুরি অবতরণ করে। ইয়েকাতেরিংবার্গভিত্তিক উরাল এয়ারলাইন্স রাশিয়ার একটি অভ্যন্তরীণ বিমান সংস্থা।

টিটিএন

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।