পশ্চিমবঙ্গ

বিদেশ সফরের আগে মন্ত্রিসভায় রদবদল এনে মমতার চমক

পশ্চিমবঙ্গ প্রতিনিধি পশ্চিমবঙ্গ প্রতিনিধি কলকাতা
প্রকাশিত: ০৮:১৩ পিএম, ১১ সেপ্টেম্বর ২০২৩
পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি/ ফাইল ছবি

সামনেই ভারতের লোকসভা নির্বাচন। এর আগে মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) দুবাই ও স্পেন সফরে যাচ্ছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। আর দেশ ছাড়ার আগে সোমবার (১১ সেপ্টেম্বর) রাজ্য মন্ত্রিসভায় রদবদল এনে চমক দিলেন তিনি।

পশ্চিমবঙ্গ সরকারের পর্যটন দপ্তর থেকে সরিয়ে নতুন তথ্য প্রযুক্তি দপ্তরের দায়িত্ব দেওয়া হয়েছে বাবুল সুপ্রিয়কে। তার জায়গায় স্থলাষিভিক্ত হয়েছেন, ইন্দ্রনীল সেন। এর আগে তথ্য ও সাংস্কৃতিক দপ্তরের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্বপালন করেছেন ইন্দ্রনীল।

এর পাশাপাশি গুরুত্ব বাড়লো বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের। বনের পাশাপাশি জ্যোতিপ্রিয় মল্লিককে দেওয়া হয়েছে অন্যতম গুরুত্বপূর্ণ শিল্প পুনর্গঠন দপ্তরের দায়িত্ব। তাছাড়া পঞ্চায়েত দপ্তরের পাশাপাশি সমবায় দপ্তরের বাড়তি দায়িত্ব দেওয়া হয়েছে প্রদীপ মজুমদারকে। অন্যদিকে, হাওড়ার বিধায়ক অরূপ রায়কে সমবায় দপ্তর থেকে সরিয়ে খাদ্য প্রক্রিয়াকরণ দপ্তরের দায়িত্ব দেওয়া হয়েছে।

জানা গেছে, উত্তর দিনাজপুরের বিধায়ক গোলাম রব্বানীকে আপাতত দপ্তরহীন অবস্থায় রাখা হয়েছে। তবে সূত্র জানিয়েছে, তাকেও মন্ত্রীত্ব দেওয়া হবে, তবে কোন তিনি কোন দপ্তরের দায়িত্ব সামলাবেন, তা জানা যায়নি। হরিরামপুরের বিধায়ক বিপ্লব মিত্র আপাতত ক্রেতা সুরক্ষা দপ্তর সামলাবেন।

মন্ত্রিসভায় রদবদল ঘটিয়ে পাঁচ দিনের বিদেশ সফরে যাওয়ার আগে সচিবালয় ‘নবান্নে’ সাংবাদিকদের মুখোমুখি হন মমতা ব্যানার্জি। সে সময় তিনি বলেন, আপনারা সবাই ভালো থাকবেন। সবাইকে দেখে রাখার অনুরোধ রইলো। আমি ও মুখ্যসচিব যাচ্ছি। স্বরাষ্ট্র সচিবের দায়িত্বে সব থাকবে।

‘আমি পাঁচ বছর পর বিদেশে যাচ্ছি। এত দিন অনেক আমন্ত্রণ থাকা সত্ত্বেও, অনুমতি না পাওয়ায় যেতে পারিনি। এখনো অনেক আমন্ত্রণ আছে। তবে বেশি দূরে যেতে চাই না, যাতে জরুরি পরিস্থিতি তৈরি হলে দ্রুত ফিরে আসতে পারি।

এরপর মুখ্যমন্ত্রী রাজনৈতিক প্রতিহিংসার অভিযোগ তুলে বলেন, অভিষেককে সারাক্ষণ বিরক্ত করা হচ্ছে। অকারণে হেনস্তা করা হচ্ছে। ওর বিরুদ্ধে অপরাধের কোনো প্রমাণ নেই। এরপরও বিচারের জন্য ওকে বার বার নিম্ন আদালত, হাইকোর্ট ও সুপ্রিম কোর্টে ছুটতে হচ্ছে! কি হয়নি ওর বিরুদ্ধে? আপনারা ক্ষমতায় আছেন, তাই এমনটা করছেন। কাল অন্য কেউ আসবে, তারাও করবে। এটা ঠিক নয়।

অন্ধ্রপ্রদেশের সাবেক মুখ্যমন্ত্রী তথা তেলেগু দেশম পার্টির প্রধান চন্দ্রবাবু নাইডুর গ্ৰেফতারের সমালোচনা করে মমতা বলেন, চন্দ্রবাবু নাইডুকে যেভাবে গ্ৰেফতার করা হয়েছে, সেটিকে আমি ভালোভাবে দেখছি না। অনেক পদ্ধতি রয়েছে, সেগুলো অনুসরণ করে তদন্ত হোক। তাই বলে প্রতিহিংসাপরায়ণ হয়ে কাউকে জেলে পাঠিয়ে দেওয়া ঠিক নয়।

এরপর মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ভারতীয় জনতা পার্টির (বিজেপি) উদ্দেশ্যে বলেন, আজ সরকার আপনাদের। কাল অন্যরা আসবে, তখন তারাও যদি আপনাদের বিরুদ্ধে এসব করে?

জি-২০ সম্মেলনে দেশের নাম ‘ইন্ডিয়া’র বদলে ‘ভারত’ লেখার জন্য মমতা বলেন, সংবিধানে লেখা আছে, উই দ্য পিপল ওব ইন্ডিয়া। আমাদের পাসপোর্টেও ইন্ডিয়া লেখা আছে। শব্দ বদলে দিয়ে কী হবে?  আসলে ইন্ডিয়া জোটের জন্যই ওরা নামটা বদলে দিচ্ছে। আমরাও ‘পদ্ম প্রতীক’ নিয়ে প্রশ্ন তুলতে পারি। জি-২০ সম্মেলন কেন এই প্রতীক ব্যবহার করা হলো? ঝগড়া করার জন্য বলছি না, তবে এগুলো ভাবা দরকার।

ডিডি/এসএএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।