ব্রাজিলের সিরিয়াল কিলার গ্রেপ্তার


প্রকাশিত: ০৭:৪২ এএম, ১২ ডিসেম্বর ২০১৪

সে দশ বছরে ৪২ জনকে খুন করছে। কারণ নাকি সে খুন করে দারুণ মজা পায়। অবশেষে ব্রাজিলের সেই কুখ্যাত `সিরিয়াল কিলার` সেলসন হোসে দাস গ্রাকাস গ্রেপ্তার হল। সেলসন স্বীকার করে নিয়েছে খুন করতে মজা পেত বলেই বেশিরভাগ খুন সে করেছে। তবে কয়েকজনকে সে খুন করেছে টাকার বিনিময়ে প্রস্তাব পেয়ে। মুলত ফর্সা মেয়েদের খুন করাটাই তার প্রথম পছন্দ ছিল বলে জেরার মুখে হাসতে হাসতে জানিয়েছে সেলনস।

ব্রাজিলের এই সিরিয়াল কিলার যে ৪২টি খুন করেছে তার মধ্যে ৩৯জনই হলেন মহিলা। খুন করার জন্য সে রাতের বেলাকেই বেছে নিত। ঘরের তালা ভেঙে বা অন্য কোনও ভাবে ঢুকে খুন করার কৌশল সে নিয়েছিল। সে যাকে  খুন করত আগে তার আঙুল কেটে নিত, যাতে কোন মতেই তার আগেই দাগ না পরে যায়।

সেলসন দাবি করেছে তার অপকীর্তির সব কথা স্ত্রী জানত। একটা খুন করার পর সে আরও একটা খুনের অপেক্ষায় বসে থাকত বলেও জানিয়েছে সে। ১৫ বছর বয়েসে ছিনতাই করে অপরাধ জগতে তার হাতেখড়ি হয়, ১৭ বছরে সে প্রথম খুন করে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।