ভিডিও ভাইরাল
বিয়েতে নতুন ফ্যাশন এলইডি লেহেঙ্গা!
বিয়ে সবার জীবনেই একটি বিশেষ দিন। তাই এ দিনটি স্মরণীয় করে রাখতে চেষ্টার কমতি থাকে না কারও। সবাই কিছু না কিছু নতুনত্ব আনতে চান বিশেষ দিনের বিশেষ অনুষ্ঠানে। কিন্তু তাই বলে এলইডি লাইটের লেহেঙ্গা পরতে দেখেছেন কাউকে? শুনতে অদ্ভুত লাগলেও এমনই এক বিয়ের ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।
বিয়ের দু-একদিন আগে ছিল মেহেদি অনুষ্ঠান। সেখানেই এলইডি লেহেঙ্গা পরে চমকে দিয়েছেন পাকিস্তানি তরুণী রেহাব মাকসুদ।
অভিনব এই লেহেঙ্গা বানানোর নেপথ্যে অবশ্য ছিলেন তরুণীর তৎকালীন হবু বর ড্যানিয়েল আজম। পেশায় প্রকৌশলী সেই যুবকই তার বাগদত্তাকে উজ্জ্বল আলোয় সাজাতে চেয়েছিলেন। তাই পরিকল্পনা করেন এলইডি লেহেঙ্গার।
আরও পড়ুন>> সাপ নিয়ে প্রি-ওয়েডিং ফটোশুট!
মেহেদি অনুষ্ঠানের ভিডিও শেয়ার করে রেহাব লিখেছেন, এলইডি লেহেঙ্গার পরিকল্পনা করেছেন আমার স্বামী। বিশেষ দিনে আমাকে উজ্জ্বল এবং আলোকিত দেখতে চেয়েছিলেন তিনি। আমাকে বলা হয়েছিল, এমন পোশাক পরলে লোকে মজা করবে। কিন্তু আমি গর্বের সঙ্গেই সেটি পরি। কারণ আমি জানি, কোনো পুরুষই তার স্ত্রীর জন্য এমন কিছু করেননি।
View this post on Instagram
ইনস্টাগ্রামে নিজের প্রোফাইলে মেহেদি অনুষ্ঠানের একাধিক ভিডিও শেয়ার করেছেন রেহাব। একটি ভিডিওতে দেখা যায়, বর ও কনে অনুষ্ঠানস্থলের দিকে হেঁটে আসছেন। তাদের ঘিরে অতিথিদের ভিড়। সবার নজরই ছিল কনের লেহেঙ্গায়। কারণ তাতে জ্বলজ্বল করছিল রঙিন এলইডি লাইট। ওই লেহেঙ্গা পরেই হাসি মুখে ঘোরাফেরা করেন তরুণী।
আরও পড়ুন>> দুই নারীর বিয়ের সাক্ষী এবার কলকাতা
ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় বেশ ভাইরাল হয়েছে। তাতে এলইডি লেহেঙ্গার নকশার প্রশংসার সঙ্গে এসেছে মজাদার প্রতিক্রিয়াও।
View this post on Instagram
একজন মজা করে বলেছেন, সাবধান, স্বামীর বৈদ্যুতিক শক লাগতে পারে! আরেকজন লিখেছেন, বিশ্বের যে কোনো কিছুর চেয়ে সেরা এই লেহেঙ্গা।
আরও পড়ুন>> বাসর ঘরে হার্ট অ্যাটাকে বর-বউয়ের মৃত্যু
তৃতীয় একজন তরুণীকে কটাক্ষ করে লিখেছেন, লেহেঙ্গায় লাইট! আপনি কি তিন বছরের বাচ্চা নাকি?
অবশ্য কনের প্রতি ভালোবাসায় বরের এমন লেহেঙ্গা তৈরির প্রচেষ্টাকে সাধুবাদও জানিয়েছেন অনেকে।
সূত্র: এই সময়
কেএএ/