জি২০ সম্মেলন

শেখ হাসিনা-বাইডেনসহ ১৫ দ্বিপাক্ষিক বৈঠকে অংশ নেবেন মোদী

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১১:৩৩ এএম, ০৮ সেপ্টেম্বর ২০২৩
ফাইল ছবি

ভারতে অনুষ্ঠিত হতে যাচ্ছে জি২০ সম্মেলন। দুইদিনব্যাপী এই সম্মেলন শুরু হবে ৯ সেপ্টেম্বর। সম্মেলনে যোগ দিতে এরই মধ্যে ভারতের উদ্দেশে রওয়ানা দিয়েছেন বিশ্ব নেতারা। জানা গেছে, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সম্মেলন চলাকালে অন্তত ১৫টি দ্বিপাক্ষিক বেঠকে অংশ নেবেন।

বৈঠকের এই তালিকা রয়েছে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ।

একটি সূত্র জানিয়েছে, শুক্রবার (৮ সেপ্টেম্বর) বাইডেন ও বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠক করবেন মোদী।

আরও পড়ুন>নিরাপত্তার চাদরে ঢাকা হচ্ছে দিল্লিকে

শনিবার তিনি জি-২০ সম্মেলনে যোগ দেওয়ার পাশাপাশি যুক্তরাজ্য, জাপান, জার্মানি ও ইতালির নেতাদের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন। এভাবে তিনি বেশ কিছু দেশের নেতাদের সঙ্গে বৈঠক চালিয়ে যাবেন।

শনিবার নয়াদিল্লিতে দুই দিনের জি২০ শীর্ষ সম্মেলন শুরু হবে ও বেশ কয়েকটি বৈশ্বিক সমস্যা নিয়ে এতে আলোচনা হবে।

আরও পড়ুন>দিল্লিতে কোথায় থাকবেন বাইডেন-ট্রুডো-ঋষি সুনাক?

এদিকে বাইডেনসহ বিশ্বনেতাদের আগমন ঘিরে নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হয়েছে দেশটির রাজধানী দিল্লিকে। ত্রিস্তরীয় নিরাপত্তা বলয়ের সব থেকে বাইরের স্তরে থাকবে আধাসামরিক বাহিনী, দ্বিতীয় স্তরে থাকবে বিশেষ ভাবে প্রশিক্ষণপ্রাপ্ত কমান্ডো ও সবচেয়ে ভেতরের বলয়ে থাকবেন গোয়েন্দা বিভাগের গোপন কর্মকর্তরা।

সূত্র: এনডিটিভি

এমএসএম

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।