অস্ট্রেলিয়ান গরু আমদানির ওপর নিষেধাজ্ঞা বাতিল মালয়েশিয়ার
অস্ট্রেলিয়ান গরু ও মহিষ আমদানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিয়েছে মালয়েশিয়া। সম্প্রতি অস্ট্রেলিয়ায় গুরুর একটি সংক্রামক রোগ ছড়িয়ে পড়ে। এরপর জীবিত গরুর আমদানি নিষিদ্ধ করে মালয়েশিয়া।
এ বিষয়ে অস্ট্রেলিয়ার একটি তদন্ত প্রতিবেদন পাওয়ার পর দুই দেশের মধ্যে আলোচনা হয়েছে। এরপরই নিষেধাজ্ঞা তুলে নেওয়ার সিদ্ধান্ত নেয় মালয়েশিয়া।
আরও পড়ুন>ব্রাজিলে ঘূর্ণিঝড়ের আঘাত, ২১ জনের প্রাণহানি
অস্ট্রেলিয়া থেকে ইন্দোনেশিয়ার আমদানি করা গরুতে লাম্পি স্কিন ডিজিজ ধরা পরার পড় গত মাসে ওই সিদ্ধান্ত নেয় কুয়ালালামপুর।
ইন্দোনেশিয়ান কর্তৃপক্ষ জানিয়েছে, গত কয়েক মাসে অস্ট্রেলিয়া থেকে আমদানি করা ১৩টি গরুতে এলএসডি শনাক্ত হয়। এরপর চারটি ফ্যাসিলিটি থেকে আমদানি বন্ধ করে তারা।
এদিকে মালয়েশিয়ার সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে অস্ট্রেলিয়ার কৃষি, মৎস্য ও বন বিভাগ।
মঙ্গলবার এক বিবৃতিতে বিভাগটি জানিয়েছে, এটা হচ্ছে সরকারের চেষ্টার সমন্বিত ফলাফল।
আরও পড়ুন>বিশ্ববাজারে বেড়েছে জ্বালানি তেলের দাম
এটি আরও জানায়, অস্ট্রেলিয়ান গবাদি পশু উৎপাদকদের জন্য উদ্বেগের কারণ নেই। কারণ অস্ট্রেলিয়া এখন এলএসডি-মুক্ত রয়েছে। আন্তর্জাতিকভাবে রপ্তানি অব্যাহত থাকবে।
মালয়েশিয়া প্রতি বছর অস্ট্রেলিয়া থেকে প্রায় ৫৫ লাখ ডলার মূল্যের গরু ও মহিষ আমদানি করে।
এমএসএম