যানজট এড়াতে ফুটওভার ব্রিজে উঠে পড়লো অটো, ভাইরাল ভিডিও
যানজটে বসে থাকতে কারই বা ভালো লাগে! এর কারণে কখনো কখনো ঘণ্টার পর ঘণ্টা রাস্তায় আটকে থাকে সারি সারি গাড়ি। তাতে বসে থাকতে থাকতে বিরক্ত হয়ে ওঠেন যাত্রীরা। অনেকেই ধৈর্যের বাঁধ ভেঙে গেলে গাড়ি থেকে নেমে হাঁটা শুরু করেন। কিন্তু গাড়ির চালকরা কী করবেন? জট না ছাড়া পর্যন্ত বসে থাকা ছাড়া তাদের আর উপায় কী!
সম্প্রতি এমনই ভয়ংকর যানজটে আটকা পড়েছিলেন নয়াদিল্লির এক অটোচালক। অপেক্ষা করতে করতে বিরক্ত হয়ে পড়েছিলেন তিনি। তারপরেই যা করেন, তাতে অবাক প্রত্যক্ষদর্শীরা।
আরও পড়ুন>> দামি গাড়িতে এসে রাস্তার পাশের গাছ চুরি, ভিডিও ভাইরাল
সবাইকে চমকে দিয়ে অটো নিয়ে সোজা ফুটওভার ব্রিজে উঠে পড়েন তিনি। সেই ঘটনার ভিডিও এরই মধ্যে ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। ঘটনাটি ঘটেছে হামদর্দ নগর রেড লাইট সঙ্গম বিহার ট্রাফিক সার্কেলে।
জানা যায়, মুন্না নামে ২৫ বছর বয়সী ওই অটোচালক ট্রাফিক সিগন্যালে আটকে থাকতে থাকতে এতটাই বিরক্ত হয়ে উঠেছিলেন যে, আচমকা অটো ঘুরিয়ে রাস্তার পাশে ফুটপাতে উঠে পড়েন। তারপর অটো হাঁকিয়ে সিঁড়ি বেয়েই ওভারব্রিজ বেয়ে ওপরে উঠতে শুরু করেন।
Shame Viral Video
— Richa Sharma (@Rich_aaaaa) September 4, 2023
Due to jam at Hamdard Nagar red light Sangam Vihar traffic circle in Delhi, autos also started plying on the foot over bridge instead of the road.#Fukrey3 #RVNL #MondayMotivation #SanjanaGanesan #SanatanaDharma #INDvNEP #TeJran pic.twitter.com/zZlVS84jil
১৫ সেকেন্ডের ছোট্ট ভিডিওতে দেখা গেছে, মুন্নার কীর্তি দেখে হকচকিয়ে যান পথচারীরা। ওভারব্রিজে ওঠার সময় শুরুতে অটোর ভেতর কোনো যাত্রী ছিলেন না। তবে সিঁড়ি ভেঙে সেটিকে উঠতে দেখে এক যুবক পেছন থেকে দৌড়ে গিয়ে এক লাফে ঢুকে পড়েন অটোর ভেতরে। আশপাশের লোকজন অবাক হয়ে দেখতে থাকেন সেই দৃশ্য।
আরও পড়ুন>> করপোরেট চাকরির চেয়ে গাড়ি চালিয়ে আয় বেশি!
ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার পরপরই তৎপর হয়ে ওঠে পুলিশ। অভিযুক্ত সেই অটোচালককে গ্রেফতার করা হয়েছে। জব্দ করা হয়েছে তার অটো। অমিত নামে যে যুবক লাফিয়ে অটোয় উঠে পড়েছিলেন, তাকেও গ্রেফতার করেছে পুলিশ।
সূত্র: এনডিটিভি
কেএএ/