ছোট পরিসরেই সমাহিত প্রিগোজিন

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৯:২০ এএম, ৩০ আগস্ট ২০২৩
ছবি সংগৃহীত

ছোট পরিসরেই সমাহিত হয়েছেন রাশিয়ার ভাড়াটে বাহিনী ওয়াগনার গ্রুপের প্রয়াত প্রধান ইভজেনি প্রিগোজিন। তাকে সেন্ট পিটার্সবার্গে পরিবারের সদস্যদের উপস্থিতিতে সমাহিত করা হয়েছে। তার প্রেস সার্ভিস এ তথ্য নিশ্চিত করেছে বলে বিবিসির এক প্রতিবেদনে জানানো হয়।

এক বিবৃতিতে জানানো হয়েছে, প্রিগোজিনকে তার নিজ শহরে খুবই ছোট পরিসরে সমাহিত করা হয়েছে। যারা তাকে শেষ বিদায় জানাতে চান তাদেরকে নগরীর পোরোখভসকোই কবরস্থানে যেতে বলা হয়েছে।

আরও পড়ুন: প্রিগোজিনের শেষকৃত্যে থাকছেন না পুতিন

গত ২৩ আগস্ট মস্কোর কাছে একটি ছোট বিমান বিধ্বস্ত হয়ে ১০ জন নিহত হয়। ওই বিমানের যাত্রীদের তালিকায় ছিলেন প্রিগোজিন এবং তার ডান হাত হিসেবে পরিচিত দিমিত্রি উৎকিন।

jagonews24.com

প্রিগোজিনের শেষকৃত্যে অংশ নেননি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। অবশ্য ক্রেমলিনের পক্ষ থেকে আগেই জানানো হয়েছিল যে, প্রিগোজিনের শেষকৃত্যে থাকার কোনো পরিকল্পনা নেই প্রেসিডেন্ট পুতিনের।

প্রথমদিকে প্রিগোজিনের মৃত্যু নিয়ে বেশ ধোঁয়াশা থাকলেও ক্রেমলিনের পক্ষ থেকে পরবর্তীতে নিশ্চিত করা হয় যে, তিনি বিমান দুর্ঘটনায় নিহত হয়েছেন। গত রোববার (২৭ আগস্ট) রুশ তদন্তকারী দল জেনেটিক পরীক্ষার পর এ তথ্য নিশ্চিত করেছে। প্রিগোজিনকে বহনকারী প্লেনে ১০ জন আরোহী ছিলেন। দুর্ঘটনায় তারা সবাই প্রাণ হারান।

রাশিয়ার বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ জানিয়েছিল প্রিগোজিনসহ শীর্ষস্থানীয় কয়েকজন লেফটেন্যান্ট বিধ্বস্ত প্লেনে ছিলেন। প্রিগোজিনের মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর প্রেসিডেন্ট পুতিন তার এক বক্তব্যে বলেন, প্রিগোজিনকে দীর্ঘদিন ধরে আমি চিনি, সেই ১৯৯০ সাল থেকে।

ওয়াগনার প্রধান সম্পর্কে পুতিন বলেন, তিনি জটিল ভাগ্যের মানুষ ছিলেন এবং জীবনে গুরুতর ভুল করেছিলেন। কিন্তু তিনি সঠিক ফলাফল অর্জন করেছিলেন। প্রিগোজিন একজন মেধাবী মানুষ ও মেধাবী ব্যবসায়ী ছিলেন বলেও উল্লেখ করেন তিনি।

jagonews24.com

পুতিন বলেন, প্রিগোজিন শুধু দেশেই কাজ করেননি, বিদেশের মাটিতেও তার অবদান রয়েছে, বিশেষ করে আফ্রিকায়। এদিকে ওয়াগনার প্রেস সার্ভিস মঙ্গলবার (২৯ আগস্ট) টেলিগ্রামে এক পোস্টে একটি সংক্ষিপ্ত বিবৃতিতে প্রিগোজিনকে সমাহিত করার বিষয়টি নিশ্চিত করে। তবে সেখানে বিস্তারিত কিছু জানানো হয়নি। 

আরও পড়ুন: প্লেন বিধ্বস্তেই প্রিগোজিন মারা গেছেন: মস্কো

অন্যদিকে প্রিগোজিনের মৃত্যুর পেছনে সরাসরি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের হাত রয়েছে বলে মনে করছেন পশ্চিমা বিশ্লেষকরা। তাদের মতে, গত জুনে পুতিনের বিরুদ্ধে সশস্ত্র বিদ্রোহ করার পর থেকেই এমন ভয়ংকর পরিণতি ‘অনিবার্য’ হয়ে পড়েছিল প্রিগোজিনের জন্য। তবে প্রিগোজিনকে হত্যা করে পুতিন প্রতিশোধ নিয়েছেন এমন দাবি প্রত্যাখ্যান করেছে ক্রেমলিন।

টিটিএন

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।