সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ৩ মার্কিন মেরিন সদস্য নিহত
অস্ট্রেলিয়ার উত্তরাঞ্চলে সামরিক মহড়া চলাকালে যুক্তরাষ্ট্রের একটি সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। এতে মার্কিন তিন মেরিন সদস্য নিহত হয়েছে বলে খবর পাওয়া গেছে। এ ঘটনায় আহত হয়েছে অন্তত ২০ জন। রোববার (২৭ আগস্ট) কর্মকর্তারা এ তথ্য নিশ্চিত করেছেন।
যুক্তরাষ্ট্রের মেরিন কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানিয়েছে, সেখানের মেলভিল দ্বীপে তিন জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত। হেলিকপ্টারটিতে ২৩ জন আরোহী ছিল। তাদের মধ্যে বেশ কয়েকজনকে গুরুতর অবস্থায় ৮০ কিলোমিটার দূরে অস্ট্রেলিয়ার ভূখণ্ডে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে।
এদিন স্থানীয় সময় সকাল সাড়ে নয়টার দিকে বোয়িং অসপ্রে ভি-৩৩ মডেলের হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়।
আরও পড়ুন>ইউক্রেনে দুই প্লেনের সংঘর্ষে ৩ পাইলট নিহত
অস্ট্রেলিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, পূর্ব তিমুর, ইন্দোনেশিয়া ও ফিলিপাইনের অংশগ্রহণে একটি সামরিক অনুশীলন চলছিল।
তবে ওই হেলিকপ্টারে কোনো অস্ট্রেলিয়ার সামরিক সদস্য ছিল না বলে নিশ্চিত করেছে দেশটির প্রতিরক্ষা বাহিনী (এডিএফ)। এডিএফ বিবৃতিতে আরও জানিয়েছে, প্রাথমিক অবস্থায় পুরো বিষয়টি পর্যবেক্ষণ করা হচ্ছে।
আরও পড়ুন>পশ্চিমবঙ্গে ফের বেআইনি বাজি কারখানায় বিস্ফোরণ, নিহত ৬
অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ এই দুর্ঘটনাকে মর্মান্তিক বলে অভিহিত করেছেন।
তিনি বলেন, সরকার হিসেবে আমাদের লক্ষ্য হলো, দুর্ঘটনার দিকে নজর দেওয়া। পাশাপাশি সব ধরনের সহযোগিতা করা।
এমএসএম