ভারত
এক হাতে ছাতা, অন্য হাতে স্টিয়ারিং! ভাইরাল সরকারি বাসচালকের কাণ্ড
প্রবল বৃষ্টির মধ্যে ছুটে চলেছে যাত্রীবাহী বাস। কিন্তু মাথায় ছাতা ধরে বাস চালাতে হচ্ছে চালককে! এক হাতে ছাতা ধরে, অন্য হাতে কোনোমতে স্টিয়ারিং সামলাচ্ছেন তিনি। অবিশ্বাস্য হলেও, এমনই দৃশ্য দেখা গেলো ভারতের মহারাষ্ট্র রাজ্যের গাদচিরোলি জেলার একটি সরকারি বাসে।
এই ঘটনা অন্যদের কাছে নতুন হলেও, মহারাষ্ট্রের বাসযাত্রীদের কাছে নাকি খুবই পরিচিত দৃশ্য। ফলে প্রশ্ন উঠছে, এই বেহাল দশার বাসে উঠে আদৌ কি নিরাপদে যাতায়াত করতে পারেন যাত্রীরা?
মুম্বাই কংগ্রেসের টুইট করা একটি ভিডিওতে ধরা পড়েছে এই দৃশ্য। দেখা যাচ্ছে, প্রবল বৃষ্টির মধ্যেই উর্দি পরে বাস চালাচ্ছেন এক চালক। বাঁ হাতে ধরে রয়েছেন ছাতা। হাওয়ার তোড়ে বারবার ছাতা উড়ে যাচ্ছে। কোনোমতে ছাতা ধরে রেখেই বাস চালিয়ে যাচ্ছেন তিনি। এক হাতেই ঘোরাচ্ছেন স্টিয়ারিং।
यह वीडियो गढ़चिरौली के अहेरी का है !
— Mumbai Congress (@INCMumbai) August 25, 2023
बारिश होने पर बस की छत टपकने से यह बात सामने आई है कि ड्राइवर बस में छाता लेकर बस चला रहा था!
यह हालत होगई है महाराष्ट्र के @msrtcofficial बस सेवा की, यात्रियों की सुरक्षा अब उपरवाले के भरोसे है!
वीडियो: @mumbaitak #Maharashtra #Gadchiroli pic.twitter.com/z5evosrfk6
ভিডিওটি এক্স প্ল্যাটফর্মে (পূর্বে টুইটার) পোস্ট করে মুম্বাই কংগ্রেস। ক্যাপশনে লেখা হয়, গাদচিরোলির আহেরি এলাকার ভিডিও। বাসের ছাদ চুঁইয়ে জল পড়ছে আর মাথায় ছাতা ধরে বাস চালাচ্ছেন চালক। মহারাষ্ট্রের সরকারি বাস পরিবহন ব্যবস্থার এটাই হাল। যারা এই বাসে যাতায়াত করেন, তাদের সুরক্ষা এখন সর্বশক্তিমানের হাতেই!
তবে মহারাষ্ট্রের নিয়মিত বাসযাত্রীদের কাছে এই দৃশ্য একদমই নতুন কিছু নয়। রাজে্যর অসংখ্য বাস নাকি এমন বেহাল অবস্থায় রয়েছে। অনেক সময়ে হাইওয়ে ধরে দ্রুতগতিতে বাস চললে ছাদ উড়ে যাওয়ার ঘটনাও ঘটেছে বলে দাবি যাত্রীদের।
তবে রাজ্যের পরিবহন কর্তারা বলছেন ভিন্ন কথা। তাদের দাবি, অন্য বাসের যাত্রীরা ওই চালককে ছাতা মাথায় বাস চালাতে দেখেন। ওই বাসের যাত্রীরা কিছুই জানতেন না। প্রতিদিন গড়ে ৬০ লাখ যাত্রী মহারাষ্ট্রের সরকারি বাসে যাতায়াত করেন।
সূত্র: ইন্ডিয়া টুডে
এসএএইচ