‘যাওয়ার কী দরকার, আমরা তো চাঁদেই আছি’

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৮:০২ পিএম, ২৬ আগস্ট ২০২৩
ছবি সংগৃহীত

চন্দ্রজয় করে ইতিহাস গড়েছে ভারত। যা আগে আর কেউ পারেনি, সেই চাঁদের দক্ষিণ মেরুতে অবতরণ করেছে ভারতীয় চন্দ্রযান-৩। তাদের এমন ঐতিহাসিক সাফল্যের প্রশংসায় মেতেছে গোটা বিশ্ব। তাতে সামিল হয়েছেন পাকিস্তানিরাও। এর মধ্যে এক যুবকের মন্তব্য ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।

ওই পাকিস্তানি যুবকের দাবি, ভারতের আগেই তারা চাঁদের মাটিতে পা রেখেছেন! ভাবছেন ব্যাপারটা কী?

ভাইরাল ভিডিওতে দেখা যায়, ভারতের চন্দ্রযান-৩র সাফল্যের পর সেই যুবককে চাঁদ নিয়ে প্রশ্ন করেন এক পাকিস্তানি ইউটিউবার। তাতে পাকিস্তানের আর্থ-সামাজিক পরিস্থিতি নিয়ে কটাক্ষ করে হাস্যকর জবাব দেন যুবক।

আরও পড়ুন>> ভারতের চন্দ্রজয়ের নেপথ্যে ৫৪ নারী বিজ্ঞানী-প্রকৌশলী

তিনি বলেন, ওরা পয়সা খরচ করে গেছে। আর আমরা চাঁদেই রয়েছি। আপনি জানেন না?

যুবক বলতে থাকেন, চাঁদে পানি নেই, এখানেও (পাকিস্তানে) পানি নেই। চাঁদে গ্যাস নেই, এখানেও গ্যাস নেই। চাঁদে বিদ্যুৎ নেই, এখানেও দেখুন চারদিকে অন্ধকার। সুতরাং আমরা চাঁদেই তো রয়েছি!

আরও পড়ুন>> চন্দ্রজয় করে কী লাভ হলো ভারতের?

তার এমন মশকরায় হাসি চেপে রাখতে পারেননি সেই ইউটিউবারসহ আশপাশের লোকজন। ভিডিওটি নেটদুনিয়ায় ছড়িয়ে পড়তেই যুবকের রসবোধকে সাধুবাদ জানিয়েছেন সবাই।

আরও পড়ুন>> চাঁদের দক্ষিণ মেরুতে সফল অবতরণ, ইতিহাস গড়লো ভারতের চন্দ্রযান-৩

প্রসঙ্গত, চন্দ্রজয়ের সময় ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরোসহ দেশটির জনগণকে অভিনন্দন জানিয়েছিলেন পাকিস্তানের সাবেক তথ্যমন্ত্রী ফাওয়াদ চৌধুরী। সামাজিক যোগাযোগমাধ্যমে এক্সে (সাবেক টুইটার) লিখেছিলেন, পাকিস্তানি সংবাদমাধ্যমের উচিত চন্দ্রযানের ল্যান্ডিংয়ের দৃশ্য সম্প্রচার করা। মানবসভ্যতার জন্য এ এক ঐতিহাসিক মুহূর্ত। বিশেষ করে ভারতের জনগণ, বিজ্ঞানী ও মহাকাশ সংস্থার জন্য। অনেক অভিনন্দন।

সূত্র: সংবাদ প্রতিদিন
কেএএ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।