‘পশ্চিমা বাধা থাকলেও এগিয়ে যাবে ব্রিকসভুক্ত দেশগুলোর অর্থনীতি’
পশ্চিমা কিছু দেশের বিরোধিতা থাকলেও, আগামী দিনগুলোতে ব্রিকস জোট আরও শক্তিশালী হবে। তাছাড়া, সারা বিশ্বের মধ্যে ব্রিকসভুক্ত দেশগুলোর অর্থনৈতিক প্রবৃদ্ধির সম্ভাবনা অনেক বেশি। সম্প্রতি চীনা গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেন ব্রিকস সেন্টার ফর ইকোনমিক কালচারাল রিসার্চ অ্যান্ড সার্ভিসেসের প্রতিষ্ঠাতা আটুল দালাকোটি।
এই বিশ্লেষক বলেন, করোনা মহামারির ফলে অর্থনৈতিক প্রবৃদ্ধি কিছুটা থমকে গেলেও ব্রিকসভুক্ত দেশগুলো এখন এগিয়ে যাচ্ছে। বর্তমানে সারা বিশ্বের ৪২ শতাংশ মানুষ ব্রিকসভুক্ত দেশগুলোতে বসবাস করে। আর এখানকার বাজার ও অর্থনীতির সম্ভাবনাময় ভবিষ্যতের কারণেই অন্যান্য দেশগুলো ব্রিকসে যোগদানের আগ্রহ প্রকাশ করছে।
ব্রিকসভুক্ত দেশগুলোর অর্থনৈতিক সম্ভাবনার একটি চিত্র তুলে ধরেন এই বিশ্লেষক। তিনি বলেন, সারা বিশ্বের মোট জিডিপি’র ২৪ শতাংশ এই সংস্থাভুক্ত দেশগুলোর দখলে। অন্যদিকে, মোট আন্তর্জাতিক বাণিজ্যের ২৪ শতাংশও হয় এসব দেশের মাধ্যমে। এসব সংখ্যাগত পরিসংখ্যান থেকে বোঝা যায়, এটি একটি বিশাল সম্ভাবনার আধার ও ব্রিকসের সদস্য দেশগুলো আরও প্রবৃদ্ধি অর্জন করবে।
সূত্র: সিসিটিভি প্লাস
এসএএইচ