অ্যাপলের সতর্কবার্তা

চার্জে দেওয়া ফোন পাশে রেখে ঘুমাবেন না

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৫:০৮ পিএম, ২৩ আগস্ট ২০২৩
প্রতীকী ছবি

ফোন পাশে রেখে ঘুমানো স্বাস্থ্যর জন্য যেমন ক্ষতিকর, তেমনি ঝুঁকিপূর্ণও। অতীতে বহুবার এ বিষয়ে সতর্ক করেছেন বিজ্ঞানীরা। এবার আইফোন নির্মাতা অ্যাপল থেকেও এলো একই সতর্কবার্তা। ফোন হাতে নিয়ে অথবা বালিশ বা কম্বলের নিচে রেখে ঘুমিয়ে পড়ার বাজে অভ্যাস রয়েছে, এমন লোকদের বিশেষভাবে সতর্ক করেছে অ্যাপল। এই সতর্কবার্তা অন্তর্ভুক্ত করা হয়েছে অ্যাপলের অনলাইন ইউজার গাইডেও।

প্রযুক্তি কোম্পানিটির পক্ষ থেকে বলা হয়েছে, আইফোন সবসময় খোলামেলা পরিবেশ এবং টেবিলের মতো সমতল পৃষ্ঠের ওপর রেখে চার্জে দেওয়া উচিত। কম্বল, বালিশ বা শরীরের মতো নরম কিছুর ওপর রেখে ফোন চার্জে দেওয়া উচিত নয়।

আরও পড়ুন>> সেপ্টেম্বরেই আসছে আইফোন ১৫

নির্দেশনায় বলা হয়েছে, আইফোন চার্জ হওয়ার সময় তাপ সৃষ্টি করে। আবদ্ধ পরিবেশের কারণে সেই তাপ বেরিয়ে যেতে না পারলে তা পোড়া ক্ষত, এমনকি আগুন লাগার কারণ হতে পারে। সুতরাং, বালিশের নিচে চার্জে দেওয়া ফোন রাখা হচ্ছে ব্যবহারকারীদের সবচেয়ে অনিরাপদ অভ্যাসগুলোর মধ্যে একটি।

এছাড়া, ফোন চার্জে দেওয়ার ক্ষেত্রে ক্ষতিগ্রস্ত তার অথবা চার্জার ব্যবহার না করারও পরামর্শ দিয়েছে অ্যাপল।

আরও পড়ুন>> চোখের ইশারাতেই চলবে অ্যাপলের হেডসেট

প্রতিষ্ঠানটির সতর্কবার্তায় বলা হয়েছে, কোনো ডিভাইস, পাওয়ার অ্যাডাপ্টার বা ওয়্যারলেস চার্জারের ওপর ঘুমাবেন না। বৈদ্যুতিক উৎসের সঙ্গে সংযুক্ত থাকা অবস্থায় এগুলোকে কম্বল, বালিশ বা আপনার শরীরের নিচে রাখবেন না। আপনার আইফোন, পাওয়ার অ্যাডাপ্টার ও যেকোনো ওয়্যারলেস চার্জার ব্যবহার বা চার্জ দেওয়ার সময় ভালোভাবে বায়ু চলাচল করতে পারে, এমন জায়গায় রাখুন।

সূত্র: এনডিটিভি
কেএএ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।