পাকিস্তান

৯০০ ফুট ওপরে আটকা ক্যাবল কার থেকে দুই শিশু উদ্ধার, চলছে অভিযান

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৮:৪৭ পিএম, ২২ আগস্ট ২০২৩

পাকিস্তানে ক্যাবল কারের দড়ি ছিঁড়ে প্রায় ৯০০ ফুট ওপরে আটকা পড়ে ছয় শিশুসহ আট আরোহী। তাদের মধ্যে দুই শিশুকে উদ্ধার করেছে দেশটির সেনাবাহিনী। বাকিদের উদ্ধারে এখনো অভিযান চলছে। হেলিকপ্টারের মাধ্যমে এই উদ্ধার অভিযান পরিচালনা করা হচ্ছে।

ঝুঁকিপূর্ণ এই অভিযানে বড় বাধা ঝোড়ো হাওয়া। তাছাড়া এরই মধ্যে সেখানে সন্ধ্যা হয়ে গেছে। এমন পরিস্থিতিতে বাকিদের নিরাপদে উদ্ধার নিয়ে শঙ্কা তৈরি হয়েছে।

এর আগে, মঙ্গলবার (২২ আগস্ট) স্থানীয় সময় সকাল ৭টা থেকে ৮টার মধ্যে দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলীয় খাইবার পাখতুনখাওয়া প্রদেশের বাট্টাগ্রামে দুর্ঘটনার কবলে পড়ে ওই ক্যাবল কার। দুটি দড়ি ছিঁড়ে গেলে সমুদ্রপৃষ্ঠ থেকে অন্তত ৯০০ ফুট ওপরে আটকা পড়ে সেটি। এসময় ক্যাবল কারটির ভেতরে ছিল ছয় শিশু শিক্ষার্থীসহ আট আরোহী।

আটকেপড়া শিশুদের বয়স ১০ থেকে ১৫ বছর। অন্য এক আরোহী হৃদযন্ত্রের সমস্যার কারণে অজ্ঞান রয়েছে বলে জানা গেছে।

আরও পড়ুন>দাবানলে বিধ্বস্ত জঙ্গলে মিললো ১৮ অভিবাসনপ্রত্যাশীর মরদেহ

আটকেপড়া শিশুদের কাছে খাবার বা পানি কিছুই নেই। এ কারণে দ্রুততম সময়ে তাদের উদ্ধার জরুরি হয়ে পড়েছে।

আল্লাইয়ের সহকারী কমিশনার জাওয়াদ হোসেন জানিয়েছেন, রেসকিউ ১১২২ টিম ক্যাবল কারটির নিচে জাল বিছিয়ে দেওয়ার চেষ্টা করছে।

স্থানীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, ঘটনাস্থলে স্পেশাল সার্ভিস গ্রুপ (এসএসজি) কমান্ডোদের মোতায়েন করা হয়েছে।

আরও পড়ুন>চীনে কয়লা খনিতে বিস্ফোরণ, নিহত ১১

জানা গেছে, মঙ্গলবার সকালে আল্লাই এলাকায় স্কুলে যাওয়ার পথে ছয় শিশু ও দুই স্থানীয় ব্যক্তি এই দুর্ঘটনার কবলে পড়েন। ক্যাবল কারটির একটি দড়ি ছিঁড়ে গেলে ভেতরে আটকা পড়েন তারা।

সহকারী কমিশনার জানিয়েছেন, দুর্গম এলাকাটিতে কোনো সেতু বা সড়ক না থাকায় নদী পার হতে ক্যাবল কার ব্যবহার করা হতো। এর দু’পাশে বিশাল বিশাল পাহাড় ও নিচ দিয়ে বয়ে গেছে ঝাংরি নদী।

এমএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।