পশ্চিমতীরে বন্দুকধারীর হামলায় ২ ইসরায়েলি নিহত

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৫:৫৩ পিএম, ২০ আগস্ট ২০২৩

দখলকৃত পশ্চিমতীরের দক্ষিণ নেবলুসে এক বন্দুকধারীর হামলায় দুই ইসরায়েলি নিহত হয়েছে। ধারণা করা হচ্ছে, হামলাকারী ফিলিস্তিনি নাগরিক। খবর আল-জাজিরার।

ইসরায়েলের অ্যাম্বুলেন্স সার্ভিস জানিয়েছে, ফিলিস্তিনের হুওয়ারা গ্রামে ৬০ বছর বয়সী এক ব্যক্তি ও তার ২৯ বছর বয়সী ছেলেকে গুলি করা হয়েছে।

আরও পড়ুন>স্ত্রীকে হত্যার পর থানায় আত্মসমর্পণ স্বামীর

সেখানের প্যারামেডিকরা জানিয়েছেন, যে দুই ব্যক্তিকে গুলি করা হয়েছে তাদের একটি কারওয়াশের ভেতরে লক্ষ্যবস্তু করা হয়।

অ্যাম্বুলেন্স সার্ভিসের একজন মুখপাত্র বলেছেন, গুলিবিদ্ধ অবস্থায় ওই দুজনকে পাওয়া যায়।

ইসরায়েলি সেনাবাহিনীর মুখপাত্র আভিচায়ে আদ্রেই দুই ইসরায়েলি নিহত হওয়ার ঘটনা নিশ্চিত করেছেন।

আরও পড়ুন>ব্যর্থ রাশিয়া, ইতিহাসের সামনে দাঁড়িয়ে ভারত

ইসরায়েলের প্রধানমন্ত্রী ঘটনার নিন্দা জানিয়ে বলেছেন, নিরাপত্তা বাহিনী হত্যাকারীকে ধরতে অভিযান জোরালো করেছে। আগের হত্যাকারীদের মতো তার বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।

এমএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।