ইউক্রেনে রুশ ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ৫
ইউক্রেনের চেরনিভ অঞ্চলে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। এতে অন্তত পাঁচজন নিহত হয়েছে বলে খবর পাওয়া গেছে। এ ঘটনায় আহত হয়েছে ৩৭ জন। ইউক্রেনের স্বারাষ্ট্রমন্ত্রী ইহোর ক্লাইমেনকো এ তথ্য জানিয়েছেন। খবর আল-জাজিরার।
শনিবার (১৯ আগস্ট) উত্তরাঞ্চলীয় শহরটিতে হামলার নিন্দা জানিয়েছে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। এই হামলায় একটি বিশ্ববিদ্যালয় ও একটি থিয়েটার ক্ষতিগ্রস্ত হয়েছে বলেও জানান তিনি।
আরও পড়ুন>কারাগারে ইমরান খানকে বিষপ্রয়োগ করা হতে পারে: বুশরা বিবি
এদিকে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেছেন, রাশিয়ার পারমাণবিক অস্ত্রের একমাত্র লক্ষ্য হলো হুমকি মোকাবিলা।
অন্যদিকে ডেনমার্ক ও নেদারল্যান্ডস থেকে ইউক্রেনে এফ-১৬ যুদ্ধবিমান পাঠানোর অনুমতি দিয়েছে যুক্তরাষ্ট্র। বৃহস্পতিবার (১৮ আগস্ট) বিষয়টি নিশ্চিত করেছে মার্কিন প্রশাসন। এর আগে, মার্কিন প্রশাসনের অনুমোদনের আহ্বান জানিয়েছিল ন্যাটোভুক্ত দুই দেশ।
আরও পড়ুন>আমদানিতে ভারতের ‘সুরক্ষাবাদ’ মনোভাব, মূল্য দিতে হবে জনগণকে
বার্তা সংস্থা রয়টার্স বলছে, এক চিঠিতে ড্যানিশ ও ডাচ প্রশাসনকে অনুমোদনের বিষয়ে আশ্বাস দিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন। তিনি বলেছেন, ইউক্রেনীয় পাইলটদের প্রশিক্ষণ শেষ হওয়ার পরপরই পাঠানো যাবে এ অত্যাধুনিক যুদ্ধবিমান।
এমএসএম