এক ডলার সমান পাকিস্তানি ৩০৩ রুপি

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৭:০৮ পিএম, ১৬ আগস্ট ২০২৩
ফাইল ছবি

ডলারের বিপরীতে পাকিস্তানের রুপির মূল্য কমেছে উল্লেখযোগ্য হারে। বুধবার (১৬ আগস্ট) খোলা বাজারে এক মার্কিন ডলার কিনতে হয়েছে ৩০৩ দশমিক ৫০ পাকিস্তানি রুপি খরচ করে। অর্থাৎ এক ডলার সমান এখন পাকিস্তানি ৩০৩ দশমিক ৫০ রুপি। রাজনৈতিক অনিশ্চয়তা, রপ্তানি ও রেমিট্যান্সে পতনের কারণে এমন পরিস্থিতি তৈরি হয়েছে। খবর দ্য এক্সপ্রেস ট্রিবিউনের।

প্রতিবেদনে বলা হয়, খোলা বাজারে কয়েক রুপি পতনের পর ডলারপ্রতি সবশেষ মূল্য দাঁড়ায় ৩০০ দশমিক ৩ রুপিতে। অন্যদিকে আন্তঃব্যাংক বাণিজ্যে ডলারের বিপরীতে পাকিস্তানি মুদ্রাটির মূল্য ২ দশমিক ৯৯ রুপি কমে ২৯৪ দশমিক ৫০ রুপিতে দাঁড়িয়েছে।

আরও পড়ুন>যুক্তরাজ্যে মূল্যস্ফীতি ১৫ মাসে সর্বনিম্ন, স্বস্তি ফিরছে জনজীবনে

এর আগে এক্সচেঞ্জ কোম্পানিজ অ্যাসোসিয়েশন অব পাকিস্তান (ইসিএপি)-এর সাধারণ সম্পাদক জাফর পারাচা বলেন, তত্ত্বাবধায়ক সরকার দায়িত্ব নেওয়ার পর রুপির মূল্য যে কমবে তা আগেই আশঙ্কা করা হচ্ছিল।

দেশটির অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানমন্ত্রী হিসেবে সোমবার (১৪ আগস্ট) শপথ নিয়েছেন আনোয়ারুল হক কাকার। দেশটির ৮ম তত্ত্বাবধায়ক সরকারপ্রধান হিসেবে শপথ নেওয়ার পরপরই নতুন মন্ত্রিসভা গঠনে উদ্যোগী হয়েছেন তিনি।

সূত্রের বরাতে পাকিস্তানি সংবাদমাধ্যম জিও নিউজ বলছে, অন্তর্বর্তীকালীন মন্ত্রিসভা গঠনের বিষয়ে এরই মধ্যে আলাপ-আলোচনা শুরু করেছেন প্রধানমন্ত্রী কাকার।

সংবাদমাধ্যমটি জানিয়েছে, অন্তর্বর্তীকালীন মন্ত্রিসভার আকার বড় করতে চান না পাকিস্তানের নতুন সরকারপ্রধান। সম্ভাব্য প্রার্থীদের খুঁটিনাটি তথ্য তিনি ব্যক্তিগতভাবেই পর্যালোচনা করে দেখছেন।

আরও পড়ুন>রাশিয়ার হুমকি সত্ত্বেও ইউক্রেনের বন্দর ছাড়লো পণ্যবাহী জাহাজ

সূত্র জানিয়েছে, আনোয়ারুল কাকার তার বন্ধুদের বলেছেন, অর্থনৈতিক সংকটে ভুগতে থাকা দেশের ওপর আমি আর বোঝা বাড়াতে চাই না।

এমএসএম

 

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।