সন্ধ্যায় চুরি করা গহনা সকালেই ফেরত দিয়ে গেলো চোর!

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৪:০২ পিএম, ১৪ আগস্ট ২০২৩
ছবি সংগৃহীত

সন্ধ্যায় চুরি হয়েছিল নগদ টাকা এবং প্রায় দেড়শ গ্রাম সোনার গহনা। কিন্তু পরের দিন সকালে চুরির সেই জিনিসগুলো ফেরত দিয়ে গেছে চোর! সম্প্রতি পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনায় ঘটেছে এই ঘটনা। চোরের এমন ‘দয়ালু’ হওয়ার কারণ নিয়ে জোর আলোচনা শুরু হয়েছে সেখানে।

জানা যায়, হাবড়া পৌরসভার নয় নম্বর ওয়ার্ডের শ্রীপুরের বাসিন্দা সুদীপ চক্রবর্তী। পেশায় বারাসত আদালতের ল’ক্লার্ক।

আরও পড়ুন>> ঘরে কিছু না পেয়ে উল্টো ৫০০ টাকা রেখে গেলো ‘মানবিক’ চোর!

শনিবার (১৩ আগস্ট) সন্ধ্যায় তার দোতলা বাড়ির নিচতলায় ছিলেন শুধু বৃদ্ধা মা। রাত আনুমানিক ৯টার দিকে সুদীপ ও তার স্ত্রী বাড়ি ফিরে দেখেন, দোতলার ঘরের আলমারি ভাঙা। লন্ডভন্ড অবস্থায় পড়ে রয়েছে সব জিনিসপত্র। চুরি গেছে নগদ সাড়ে ছয় লাখ রুপি, প্রায় দেড়শ গ্রাম ওজনের সোনা ও বেশ কিছু রুপার গহনা।

এ দৃশ্য দেখে মাথায় হাত পড়ে সবার। রাতেই হাবড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেন সুদীপ। ওই রাতে ঘটনাস্থলে গিয়ে প্রাথমিক তদন্ত শুরু করে দেয় পুলিশ।

আরও পড়ুন>> ফোন চুরি করেছিল যে, তারই প্রেমে পড়লেন নারী

কিন্তু অবাক করা ঘটনা ঘটে রোববার সকালে। সকাল ৭টার দিকে ছাদের দরজা খুলতেই দেখা যায়, একটি প্লাস্টিকের ব্যাগ পড়ে রয়েছে।

সুদীপ চক্রবর্তী বলেন, চুরির ঘটনার পরে রাতে ঘুমাতে দেরি হয়েছিল। সকালে ঘুম ভাঙার পর স্ত্রী জানায়, ছাদে প্লাস্টিকের ব্যাগে কিছু পড়ে রয়েছে। গিয়ে দেখি, ব্যাগের ভেতরে চুরি যাওয়া সব গহনা। মনে হয়, ব্যাগটি ছাদে ছুঁড়ে ফেলা হয়েছিল।

আরও পড়ুন>> দামি গাড়িতে এসে রাস্তার পাশের গাছ চুরি, ভিডিও ভাইরাল

পুলিশ জানিয়েছে, অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে। বাড়িতে নগদ কত টাকা ছিল তা খতিয়ে দেখা হচ্ছে।

তবে এলাকায় গুঞ্জন চলছে, পারিবারিক ঝামেলার জন্য পরিবারেরই কেউ হয়তো ওইসব টাকা-গহনা হাতিয়েছিল। পরে বিপদ বুঝে সব ফেরত দিয়ে গেছে।

সূত্র: সংবাদ প্রতিদিন
কেএএ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।