মস্কোর কাছে কারখানায় বিস্ফোরণ, আহত ৪৫

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৮:২১ পিএম, ০৯ আগস্ট ২০২৩

রাশিয়ার রাজধানী মস্কোর কাছে একটি অপটিকস ও অপটিক্যাল ইলেকট্রনিক্স কারখানায় বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে অন্তত ৪৫ জন আহত হয়েছে। বুধবার (৯ আগস্ট) দেশটির স্থানীয় কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে। খবর আল-জাজিরার।

জরুরি সার্ভিস জানিয়েছে, বিস্ফোরণটি মস্কো থেকে ৭৫ কিলোমিটার উত্তর-পূর্বে সের্গিয়েভ পোসাদে পাইরোটেকনিক সরঞ্জাম রাখা একটি গুদামে ঘটেছে।

আরও পড়ুন>অভিন্ন দেওয়ানি বিধি নিয়ে মমতার প্রশ্ন, সরকারের কঠোর সমালোচনা

মেয়র অফিস জানায়, ২৩ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে ছয়জনকে ইনটেনসিভ কেয়ার ইউনিটে রাখা হয়েছে।

জরুরি বিভাগ আরও জানায়, ইউক্রেনের ড্রোন হামলার কারণে এই বিস্ফোরণ হয়েছে বলে মনে করা হচ্ছে না।

তবে ইউক্রেনের এক কর্মকর্তা টুইট বার্তায় বলেন, রাশিয়ার মিডিয়ায় বলা হচ্ছে পাইরোটেকনিকের কারণে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। কিন্তু ভিডিওর দিকে তাকালে সেটা মনে হচ্ছে না।

এর আগে ইউক্রেনের পূর্বাঞ্চলীয় পোসাদ পোকরোভস্কের আবাসিক ভবনে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। এতে অন্তত পাঁচজন নিহত ও ৩১ জন আহত হয়েছে।

আরও পড়ুন>ভূমধ্যসাগরে ফের নৌকাডুবি, ৪১ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যুর আশঙ্কা

সোমবার (৭ আগস্ট) ইউক্রেনের পূর্বাঞ্চলীয় শহর পোকরোভস্কের আবাসিক এলাকায় এ হামলা চালানো হয়।

এমএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।