রান্না ভালো না হওয়ায় বাবুর্চিকে পিটিয়ে হত্যার অভিযোগ

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৭:১৪ পিএম, ০৮ আগস্ট ২০২৩
প্রতীকী ছবি

রান্না ভালো না হওয়ায় এক বাবুর্চিকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে চারজনের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে ভারতের রাজস্থান রাজ্যের জয়সলমের জেলায়। মঙ্গলবার (৮ আগস্ট) পুলিশ এ তথ্য নিশ্চিত করেছে।

পুলিশ জানিয়েছে, এ ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে এরই মধ্যে চারজনকে গ্রেফতার করা হয়েছে। অভিযুক্তরা ঘটনার সময় মদ্যপ অবস্থায় ছিল বলেও জানানো হয়েছে।

আরও পড়ুন> ইমরান খানকে রাখা হয়েছে পোকামাকড়ে ভরা সেলে

স্টেশন হাউজ অফিসার মুক্তা পারীক জানিয়েছেন, সেমাবার গভীর রাতে অভিযুক্তরা রামগড় থানা এলাকার একটি রেস্তোরাঁয় প্রবেশ করে। এসময় খাবার স্বাদ না হওয়ায় বাবুর্চির সঙ্গে তর্কে জড়ায় তারা।

মুক্তা পারীক বলেন, কথাকাটাকাটির এক পর্যায়ে বাবুর্চিকে বেধম পেটানো শুরু করে অভিযুক্তরা। এতেই তার মৃত্যু হয়। ভুক্তভোগী বাবুর্চির নাম শিব দেশমুখ। তিনি তেলেঙ্গানার বাসিন্দা।

আরও পড়ুন>১০ মিনিটে তিন ডাকাতি, আতঙ্কিত বাসিন্দারা

পুলিশ জানিয়েছে, লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। পরিবারের সদস্যরা আসার পর কার্যক্রম শুরু হবে।

সূত্র: এনডিটিভি

এমএসএম

 

 

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।