সংক্ষিপ্ত বিশ্ব সংবাদ: ০৫ আগস্ট ২০২৩

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৯:৪২ পিএম, ০৫ আগস্ট ২০২৩

আমাদের চারপাশে অসংখ্য ঘটনা ঘটছে প্রতিদিন। এর মধ্যে হয়তো আলোচনায় আসে হাতেগোনা কিছু। তবে সময় ও পরিস্থিতির পরিপ্রেক্ষিতে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে বেশ কিছু বিষয়। এগুলো জানা না থাকলে অনেক ক্ষেত্রেই পিছিয়ে পড়তে হয়। এ কারণে বিশ্বের বিভিন্ন প্রান্তে ঘটে যাওয়া নানা ঘটনা থেকে সংক্ষেপে গুরুত্বপূর্ণ কিছু সংবাদ থাকছে জাগো নিউজের পাঠকদের জন্য-

ভারতকে ৪ ট্রানজিট রুটের অনুমোদন দিলো বাংলাদেশ
ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর ব্যবসায়ীদের জন্য চারটি ট্রান্সশিপমেন্ট রুটের অনুমোদন দিয়েছে বাংলাদেশ সরকার। শুক্রবার (৪ আগস্ট) ত্রিপুরার একজন মন্ত্রীর বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে ভারতীয় বার্তা সংস্থা পিটিআই। তারা জানিয়েছে, বাংলাদেশের অনুমোদন দেওয়া চারটি ট্রানজিট রুট হলো চট্টগ্রাম বন্দর-আখাউড়া-আগরতলা, মোংলা বন্দর-আখাউড়া-আগরতলা, চট্টগ্রাম-বিবিরবাজার-শ্রীমন্তপুর এবং মোংলা বন্দর-বিবিরবাজার-শ্রীমন্তপুর।

ইমরান খানের তিন বছরের কারাদণ্ড, রায় ঘোষণার পরপরই গ্রেফতার
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) চেয়ারম্যান ইমরান খানকে গ্রেফতার করেছে পাঞ্জাব পুলিশ। তোষাখানা মামলায় দোষী সাব্যস্ত হওয়ার পর লাহোরের জামান পার্কের বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়।

কোন অপরাধে তিন বছরের সাজা ইমরান খানের?
আদালতের রায়ে দোষী সাব্যস্ত হওয়ার পরপরই শনিবার (৫ আগস্ট) লাহোরের জামান পার্কের বাসা থেকে গ্রেফতার করা হয়েছে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) চেয়ারম্যান ইমরান খানকে। তার বিরুদ্ধে দীর্ঘদিন ধরে একাধিক মামলা চলছে। তবে এদিন তোশাখানা মামলায় অপরাধী প্রমাণিত হওয়ায় তিন বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে ৭০ বছর বয়সী নেতা।

বিদেশিদের জন্য সহজ হলো চীনের ভিসানীতি
করোনা মহামারির ধাক্কা কাটিয়ে উঠতে ও অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনের লক্ষ্যমাত্রা ঠিক রাখতে ভিসা ও আবাসন নীতিমালা শিথিল করেছে চীন। এখন থেকে অর্থনৈতিক উদ্দেশ্যে চীনে ভ্রমণ করা বিদেশিরা খুব সহজেই দেশটির ‘অন অ্যারাইভাল ভিসা’ পেয়ে যাবেন। তাছাড়া দেশটির প্রত্যন্ত অঞ্চলের নাগরিকরাও কোনো সমস্যা ছাড়াই শহরাঞ্চলে বসবাস করতে পারবে।

ত্রিপুরায় হিজাবপরা ছাত্রীদের স্কুলে ঢুকতে বাধা, প্রতিবাদ করায় ছাত্রকে মারধর
কর্ণাটকের হিজাব বিতর্কের ছায়া এবার বিজেপি-শাসিত ত্রিপুরায়। ভারতীয় রাজ্যটির একটি স্কুলে হিজাব পরা ছাত্রীদের ঢুকতে বাধা দেওয়ার ঘটনা ঘটেছে। এমনকি ছাত্রীদের পাশে দাঁড়ানোয় এক ছাত্রকে স্কুল থেকে টেনেহিঁচড়ে বের করে সবার সামনে মারধরও করা হয়েছে। শুক্রবার (৪ আগস্ট) রাজ্যটির বিশালগড় এলাকায় এই ঘটনা ঘটেছে বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যমগুলো।

রুশ জাহাজে হামলা চালিয়ে যুদ্ধ বন্ধের আলোচনায় বসলো ইউক্রেন
ইউক্রেন যুদ্ধ বন্ধে প্রায় ৪০টি দেশের আলোচনা শুরুর কয়েক ঘণ্টা আগেই ইউক্রেনীয় ড্রোন হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে রাশিয়ার অন্যতম বৃহত্তম তেলবাহী জাহাজ। হামলা হয়েছে রাশিয়ার একটি নৌঘাঁটিতেও। এতে কোনো প্রাণহানির খবর পাওয়া না গেলেও ক্ষয়ক্ষতি হয়েছে যথেষ্ট।

পুতিনের কট্টর সমালোচক নাভালনির আরও ১৯ বছরের কারাদণ্ড
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কট্টর সমালোচক ও বিরোধীদলীয় নেতা অ্যালেক্সি নাভালনিকে আরও ১৯ বছর কারাদণ্ড দিয়েছেন আদালত। উগ্রপন্থায় উসকানি ও অর্থায়নের পাশাপাশি একটি উগ্রপন্থী সংগঠন প্রতিষ্ঠার দায়ে তাকে নতুন এ সাজা দেওয়া হয়। নাভালনি ও তার সমর্থকদের দাবি, সব অভিযোগই রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত।

কাশ্মীরে বিচ্ছিন্নতাবাদীদের সঙ্গে গোলাগুলি, ৩ ভারতীয় সেনা নিহত
ভারতের জম্মু-কাশ্মীরে বিচ্ছিন্নতাবাদীদের সঙ্গে গোলাগুলিতে তিন ভারতীয় সেনা নিহত হয়েছেন। শুক্রবার (৩ আগস্ট) কাশ্মীরের দক্ষিণাঞ্চলীয় জেলা কুলগ্রামে এ ঘটনা ঘটে। ভারতীয় সেনাবাহিনীর তথ্যানুযায়ী, হালান বনভূমি এলাকায় বিচ্ছিন্নতাবাদীরা অবস্থান করছে- এমন সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে শুক্রবার ওই এলাকায় অভিযান শুরু করে সেনাবাহিনী ও পুলিশ। সন্ধ্যা থেকে দু’পক্ষের মধ্যে গোলাগুলি শুরু হয়।

প্রেমের টানে পাকিস্তানে নারী, ভারতে কাজ হারালেন বাবা-ভাই-স্বামী
প্রেমের টানে স্বামী, সন্তান ছেড়ে পাকিস্তানে গিয়েছিলেন ভারতীয় নারী আঞ্জু। সেখানে গিয়ে হিন্দু থেকে মুসলিমে ধর্মান্তরিত হয়ে বিয়েও করেছেন পাকিস্তানি যুবক নসরুল্লাহকে। এমনকি, নাম পরিবর্তন করে আঞ্জু থেকে হয়েছেন ফাতিমা। এদিকে, তার এমন কাণ্ডের মাসুল গুনতে হচ্ছে ভারতে থাকা তার পরিবারের সদস্যরা। ওই ঘটনার পর থেকে প্রতিনিয়তই নানা ভোগান্তির শিকার হচ্ছে আঞ্জুর পরিবার।

পশ্চিমবঙ্গে কারাগারে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ, পুলিশ-জনতার সংঘর্ষ
পশ্চিমবঙ্গে জিজ্ঞাসাবাদের নামে কারাগারের মধ্যে পিটিয়ে এক যুবককে হত্যার অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে। শুক্রবার (৪ আগস্ট) মুর্শিদাবাদ জেলার নবগ্ৰাম থানার লকআপে অস্বাভাবিক মৃত্যু হয় গোবিন্দ ঘোষ নামের ওই দিনমজুরের।

কেএএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।