চলন্ত গাড়ির ছাদে বসে মদ্যপান, ভিডিও ভাইরাল

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৪:২৫ পিএম, ০১ আগস্ট ২০২৩

গাড়ির ভেতরে নয়, ছাদে বসেই চলছে মদ্যপান। গাড়ি চলছে, সেই সঙ্গে চলছে বোতল হাতে ঠাট্টা, রসিকতা। দুই তরুণের এমন কীর্তি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে, যা দেখে নড়েচড়ে বসেছে প্রশাসন। তাদের এরই মধ্যে গ্রেফতার করা হয়েছে।

ঘটনাটি ভারতের উত্তরপ্রদেশের গাজিয়াবাদের। ভাইরাল হওয়া ভিডিওটিতে দেখা গেছে, কালো রঙের একটি গাড়ি সামনে এগিয়ে চলছে। তার ছাদে বসে আছেন দুই তরুণ। বিপজ্জনকভাবেই বসে আছেন তারা। গাড়ির ঝাঁকুনিতে যে কোনো মুহূর্তে নিচে পড়ে গিয়ে বড় দুর্ঘটনা ঘটতে পারে। কিন্তু তাতে তাদের পরোয়া নেই। গাড়ির ছাদে বসে গল্পগুজব করছেন তারা। মাঝেমাঝে মদের বোতল মুখে নিয়ে ঢকঢক করে পান করছেন। হাত-পা নেড়ে চলছে আলাপ। 

আরও পড়ুন>বেতনের খাতায় স্ত্রীর নাম ঢুকিয়ে অফিসের ৫ কোটি টাকা আত্মসাৎ

এই কালো গাড়ির ঠিক পেছনের গাড়িটি থেকে ভিডিও করা হয়েছে। তারপর তা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়েও দিয়েছেন কেউ।

গাজিয়াবাদ পুলিশ এই ভিডিও দেখে পদক্ষেপ নিয়েছে। এ ঘটনায় তিনজনকে চিহ্নিত করে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে ট্রাফিক নিয়ম ভঙ্গ করার অভিযোগ উঠেছে। গ্রেফতারদের মোট ১০ হাজার রুপি জরিমানা দেওয়ার নির্দেশ দিয়েছে পুলিশ। তাদের গাড়িটিও বাজেয়াপ্ত করা হয়েছে।

আরও পড়ুন>সু চিকে ক্ষমা করলো মিয়ানমার জান্তা

পরে গাজিয়াবাদ পুলিশের পক্ষ থেকে একটি টুইট করে বিষয়টি জানানো হয়। পাশাপাশি অভিযুক্তদের ছবিও পোস্ট করেছে পুলিশ।

সূত্র: এনডিটিভি

এমএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।