খবর দিলেও আসেনি কেউ

রাগে পৌর অফিসে সাপ ছেড়ে দিলেন যুবক!

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৫:৫৮ পিএম, ৩১ জুলাই ২০২৩
ছবি: সংগৃহীত

ঘরে সাপ ঢুকেছিল। তাতে আতঙ্কিত হয়ে পড়েন বাড়ির বাসিন্দারা। তৎক্ষণাৎ খবর দেওয়া হয় পৌরসভা অফিসে। কিন্তু দীর্ঘ সময় কেটে গেলেও সাপ উদ্ধারে আসেনি কেউ। তাতে রেগে গিয়ে নিজেই সাপ ধরে পৌরসভার অফিসের ভেতর ছেড়ে দিয়ে আসেন পরিবারের এক সদস্য।

সম্প্রতি ভারতের তেলঙ্গানা রাজ্যের রাজধানী হায়দরাবাদে ঘটেছে এই ঘটনা। পৌর অফিসের মধ্যে সাপ ঘুরে বেড়ানোর সেই ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।

নাগরিকরা বিভিন্ন সমস্যায় পড়লে খবর যায় পৌরসভার অফিসে। কিন্তু অনেক সময়ই সরকারি কর্মীরা ঘটনাস্থলে যান বলে অভিযোগ ওঠে। এ নিয়ে জনতার ক্ষোভ থাকলেও রাগের বশে সরকারি অফিসে সাপ ছেড়ে দেওয়ার ঘটনা বিরলই বটে।

জানা যায়, গত কয়েক দিনের টানা বৃষ্টিতে জলাবদ্ধতা তৈরি হয়েছে তেলঙ্গানার বিভিন্ন এলাকায়। উপদ্রব বেড়েছে পোকামাকড় ও সাপের। তেমনই জলমগ্ন একটি ওয়ার্ডে এক যুবকের বাড়িতে সাপ ঢুকে পড়েছিল। সেই সাপ উদ্ধারের জন্য সরকারি দপ্তরে ফোন করেন তিনি।

অভিযোগ, দীর্ঘ ছয় ঘণ্টা অপেক্ষা করলেও পৌরসভা অফিস থেকে কেউ আসেনি। তাই রাগের বশে ওই যুবক নিজেই সাপটি ধরেন এবং তা নিয়ে সোজা হাজির হন পৌর অফিসে। এ দৃশ্য দেখে চক্ষু চড়কগাছ সরকারি কর্মীদের।

ভিডিওটি টুইটারে শেয়ার করা হয়েছে। সেখানে দেখা যায়, পৌরসভার এক কর্মকর্তার টেবিলের ওপর সাপটি ঘোরাফেরা করছে।

ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই হইচই পড়ে যায়। যুবকের সাহস দেখে হতবাক হয়েছেন বেশিরভাগ মানুষ। এমন বিপজ্জনক কাজের জন্য অনেকে সমালোচনা করলেও কেউ কেউ তার কাজকে সমর্থনও করেছেন। তাদের মতে, সরকারি কর্মীদের দায়িত্বে অবহেলার উচিত শিক্ষা দিয়েছেন তিনি।

সূত্র: সংবাদ প্রতিদিন
কেএএ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।