কোরআন অবমাননা: ডেনিশ চার্জ দ্য অ্যাফেয়ার্সকে তলব সৌদির

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৯:১৭ পিএম, ২৮ জুলাই ২০২৩

সৌদি আরবের পররাষ্ট্র মন্ত্রণালয় ডেনিশ দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্সকে তলব করেছে। ডেনমার্কে পবিত্র কোরআনের কপি পোড়ানোর প্রতিক্রিয়ায় এই তলব করা হয়।

ডেনমার্কের চরমপন্থি একটি গোষ্ঠী গত ২১ জুলাই কোপেনহেগেনে ইরাকি দূতাবাসের সামনে পবিত্র কোরআনের একটি কপিতে আগুন দেয়।

সৌদি আরবের পররাষ্ট্র মন্ত্রণালয়ের জারি করা বিবৃতিতে বলা হয়েছে, ডেনিশ চার্জ দ্য অ্যাফেয়ার্সকে সৌদি সরকারের পক্ষ থেকে ক্ষোভ ও প্রতিবাদের বার্তা দেওয়া হয়েছে।

সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওই বিবৃতিতে আরও বলা হয়েছে, কোরআনের অবমাননা সব ধর্মীয় শিক্ষা ও আন্তর্জাতিক রীতিনীতির পরিপন্থি। এ ধরনের অবমাননাকর কর্মকাণ্ড বন্ধ করার জন্য সৌদি সরকারের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে।

এরই মধ্যে ইরানসহ বিভিন্ন মুসলিম দেশের পক্ষ থেকেও নিজ নিজ দেশে অবস্থিত ডেনমার্ক ও সুইডিশ রাষ্ট্রদূতদের ডেকে কুরআন অবমাননার মতো ন্যাক্কারজনক পদক্ষেপের নিন্দা জানানো হয়েছে।

সম্প্রতি সুইডেনের রাজধানী স্টকহোমেও কোরআন পোড়ানো হয়। সে সময়ও মুসলিম দেশগুলো এর বিরুদ্ধে ব্যাপক প্রতিক্রিয়া দেখায়। জানানো হয় নিন্দা।

এমএসএম

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।