বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান, পার্কে তরুণীকে পিটিয়ে হত্যা!

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৭:২৩ পিএম, ২৮ জুলাই ২০২৩

ভারতের রাজধানী দিল্লিতে এক তরুণীর মরদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য তৈরি হয়েছে। শুক্রবার (২৮ জুলাই) দিল্লি পুলিশ জানিয়েছে, মালবীয় নগরের একটি পার্কে এক তরুণীর দেহ পড়ে থাকতে দেখা যায়। পাশেই পড়ে ছিল একটি লোহার রড। ২৫ বছর বয়সী তরুণীর মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। খবর এনডিটিভির।

মালবীয় নগরের বিজয় মণ্ডল পার্কে এক তরুণীর মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন স্থানীয়েরা। পুলিশ এসে মরদেহ উদ্ধার করে। নিথর দেহের পাশ থেকে একটি রডও উদ্ধার করা হয়েছে। তরুণীর দেহে, বিশেষ করে মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। দেহটি ময়নাতদন্তে পাঠানো হবে। সেই রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর কারণ স্পষ্ট হবে বলে মনে করছেন পুলিশ কর্মকর্তরা।

আরও পড়েন>প্লেনে যুবতীকে যৌন হয়রানি, অধ্যাপক গ্রেফতার

মরদেহের পাশে পড়ে থাকা রডটিও নিয়ে গেছে পুলিশ। সেই রডে কারও হাতের ছাপ রয়েছে কি না তা পরীক্ষা করে দেখা হবে।

পুলিশ জানিয়েছে, দিল্লির কমলা নেহরু কলেজের ছাত্রী ওই তরুণী এক সঙ্গীর সঙ্গে পার্কে আসেন। সঙ্গীর নাম ইরফান। তাদের মধ্যে বিয়ের প্রস্তাব চলছিল। কিন্তু ইরফানের চাকরি না থাকায় বিয়ের প্রস্তাব মেনে নেয়নি মেয়েটির পরিবার। ইরফানকে তরুণী জানিয়েছে দেয় আর যোগাযোগ না রাখার কথা। এতে ক্ষিপ্ত হয়ে তরুণীকে রড দিয়ে পিটিয়ে হত্যা করা হয়েছে বলে মনে করা হচ্ছে।

প্রাথমিক তদন্তে উঠে এসেছে, রড দিয়ে মাথায় মারার কারণেই মৃত্যু হয় তরুণীর। কিন্তু জনবহুল এলাকার মধ্যে এই ঘটনা ঘটলো কী করে? প্রশ্নের মুখে সেখানের পুলিশ প্রশাসনের ভূমিকা।

এমএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।