চীন-দক্ষিণ এশিয়ার ২০০ বিলিয়ন ডলারের বাণিজ্য
২০২২ সালে চীন ও দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে মোট বাণিজ্যের পরিমাণ দাঁড়ায় ২০ হাজার কোটি মার্কিন ডলার, যা আগের বছরের চেয়ে ৮ দশমিক ৩ শতাংশ বেশি। ২৬ জুলাই চীনের রাষ্ট্রীয় পরিষদের তথ্য-কার্যালয়ের এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।
সংবাদ সম্মেলনে চীনের উপ-বাণিজ্যমন্ত্রী লি ফেই জানান, পাকিস্তান, বাংলাদেশ, মালদ্বীপসহ দক্ষিণ এশিয়ার দেশগুলোর প্রধান বাণিজ্যিক অংশীদার চীন।
এখন পর্যন্ত দক্ষিণ এশিয়ায় চীনের মোট বিনিয়োগ প্রায় ১৫০০ কোটি মার্কিন ডলারে পৌঁছেছে। প্রাকৃতিক সংকট, আর্থিক সংকট বা কোভিডের মতো বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় চীন সব সময় এই অঞ্চলের দেশগুলোর পাশে এসে দাঁড়িয়েছে।
তিনি আরও বলেন, সপ্তম চীন-দক্ষিণ এশিয়া মেলা ১৬ থেকে ২০ আগস্ট পর্যন্ত চীনের ইউনান প্রদেশের খুনমিং শহরে অনুষ্ঠিত হবে।
সূত্র: জিনিয়া, চায়না মিডিয়া গ্রুপ
এইচআর/টিটিএন