তাজমহল দেখতে যাওয়া পর্যটককে মারধর, ভিডিও ভাইরাল হতেই গ্রেফতার ৫

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৪:৩৫ পিএম, ১৮ জুলাই ২০২৩

দিল্লি থেকে উত্তরপ্রদেশের আগরায় তাজমহল দেখতে গিয়েছিলেন এক পর্যটক। কিন্তু সেখানে তাকে হামলার শিকার হতে হলো এক দল পুণ্যার্থীর হাতে। রড, লাঠি দিয়ে বেধড়ক মারধর করা হলো। বারবার অনুরোধ করার পরেও থামলো না মারধর।

হামলাকারীদের হাত থেকে বাঁচতে একটি দোকানে আশ্রয় নিয়েছিলেন তিনি। কিন্তু তাতেও রক্ষা পাননি। দোকানে ঢুকেও মারধর করা হয় তাকে। সোমবার ঘটনাটি ঘটেছে আগরার তাজগঞ্জ থানা এলাকায়।

আরও পড়ুন>টাইফুন ‘তালিমে’র আঘাত, ঘরবাড়ি ছেড়ে পালিয়েছে হাজার হাজার বাসিন্দা

পুলিশ জানিয়েছে, সোমবার গাড়ি নিয়ে দিল্লি থেকে আগরায় এসেছিলেন ওই পর্যটক। বাসাই চৌকির কাছে তার গাড়ি নাকি পুণ্যার্থীদের একটি দলকে ধাক্কা মারে। তাতে কেউ আহত না হলেও, এই ঘটনায় চটে যান পুণ্যার্থীরা। এরপরই তারা পর্যটকের গাড়ি থামিয়ে তাকে নানাভাবে হেনস্থা করেন। দু’পক্ষের মধ্যে বিষয়টি নিয়ে কথা কাটাকাটিও হয়। এরপরই পর্যটককে গাড়ি থেকে টেনে নামানো হয়। তারপর তাকে মারধর করা হয় বলে অভিযোগ। 

হামলাকীরাদের হাত থেকে বাঁচতে রাস্তার পাশে একটি দোকানে আশ্রয় নেন ওই পর্যটক। কিন্তু তার পিছু ধাওয়া করে ওই দোকানে ঢোকেন হামলাকারী পুণ্যার্থীরাও। সেখানেও রড, লাঠি দিয়ে মারধর করা হয়। পর্যটক কাকুতিমিনতি করা সত্ত্বেও ছাড় পাননি। সেই ঘটনার একটি ভিডিও প্রকাশ্যে এসেছে। দোকানের সিসিটিভি ক্যামেরায় হামলার ঘটনা ধরা পড়েছে।

আরও পড়ুন>দাবানলে পুড়ছে গ্রিস, ঘরবাড়ি ছেড়ে পালাচ্ছে মানুষ

ভিডিওটি ভাইরাল হতেই এক টুইটার ব্যবহারকারী উত্তরপ্রদেশ পুলিশকে সেই ভিডিও ট্যাগ করে অভিযুক্তদের বিরুদ্ধে শাস্তির দাবি তোলেন। ভিডিওটি পুলিশের কাছে পৌঁছানোর পর অভিযুক্তদের চিহ্নিত করে গ্রেফতার করা হয়।

আগরা পুলিশের পক্ষ থেকে টুইট করে জানানো হয়, এই ঘটনায় পাঁচ অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। বাকি অভিযুক্তদের খোঁজ চলছে।

এমএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।