আমিরাতে তাপমাত্রা ৫০ ডিগ্রি সেলসিয়াস ছাড়ালো

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০২:১৬ পিএম, ১৭ জুলাই ২০২৩
ছবি: সংগৃহীত

সংযুক্ত আরব আমিরাতে তাপমাত্রা ৫০ ডিগ্রি সেলসিয়াস (১২২ ডিগ্রি ফারেনহাইট) অতিক্রম করেছে। দেশটির ন্যাশনাল সেন্টার অব মেটিওরোলজি জানিয়েছে, শনিবার (১৫ জুলাই) চলতি গ্রীষ্মে প্রথমবারের মতো তাপমাত্রা ৫০ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়েছে।

খালিজ টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার দুপুর আড়াইটার দিকে আবুধাবির বাদা দাফাসে (আল ধাফরা অঞ্চল) সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়। সেদিন তাপমাত্রা রেকর্ড করা হয় ৫০ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস।

আরও পড়ুন: তীব্র গরমে পুড়ছে যুক্তরাষ্ট্র-ইউরোপ-জাপান, সহসা নেই স্বস্তির খবর

আরব আমিরাতের জাতীয় আবহাওয়া কেন্দ্র জানিয়েছে, সম্প্রতি আংশিক মেঘলা আবহাওয়া ও মাঝারি বাতাস প্রবাহিত হওয়ার সঙ্গে সঙ্গে তাপমাত্রাও বাড়ছে।

গরমের বিষয়টি বিবেচনায় নিয়ে ‘মিড ডে ব্রেক’ নামে একটি নিয়ম চালু করেছে আমিরাত সরকার। এ নিয়ম অনুযায়ী, দুপুর সাড়ে ১২টা থেকে বিকেল ৩টা পর্যন্ত খোলা জায়গায় বা সরাসরি সূর্যের আলোতে কাজ করা থেকে বিরত থাকতে হবে।

আরও পড়ুন: যুক্তরাষ্ট্রে বজ্রপাত, ফ্লাইট বাতিলের হিড়িক

নিয়ম অমান্য করে কেউ যদি শ্রমিকদের ওই সময়ের মধ্যে কাজ করাতে বাধ্য করেন, তাহলে ওই মালিককে ৫ হাজার দিরহাম জরিমানা করা হবে। আর নিষিদ্ধ সময়ের মধ্যে একাধিক কর্মীকে কাজ করানো হলে ৫০ হাজার দিরহাম জরিমানা করা হবে।

আরও পড়ুন: শক্তিশালী ভূমিকম্পে কাঁপলো আর্জেন্টিনা

দেশটির চিকিৎসকরা বলেছেন, গরম ক্রমেই বাড়ছে। এমন পরিস্থিতিতে যথাসম্ভব বাড়ির ভেতরে থাকতে হবে। সরাসরি সূর্যের তাপের নিচে যাওয়া যাবে না ও সরাসরি সূর্যের আলোর নিচে গিয়ে করতে হয়, এমন কাজ এড়িয়ে চলতে হবে।

‘বাইরে যাওয়ার প্রয়োজন হলেও ঢিলেঢালা ও হালকা রঙের পোশাক পরতে হবে। পাশাপাশি সানস্ক্রিন লাগাতে হবে, সানগ্লাস পরতে হবে ও সঙ্গে পানি রাখতে হবে।’

সূত্র: খালিজ টাইমস

এসএএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।