জাপান সাগরে যৌথ সামরিক মহড়া শুরু করছে চীন-রাশিয়া

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৫:৩৯ পিএম, ১৬ জুলাই ২০২৩

পশ্চিমাদের সঙ্গে উত্তেজনার মধ্যেই জাপান সাগরে যৌথ সামরিক মহড়া শুরু করতে যাচ্ছে চীন ও রাশিয়া। চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, রুশ নৌ ও বিমান বাহিনীর সঙ্গে তাদের যুদ্ধজাহাজও এই মহড়ায় অংশ নেবে। তাছাড়া কৌশলগত পানিপথের নিরাপত্তা নিশ্চিতেই এই পদক্ষেপ। খবর আল-জাজিরার।

উইচ্যাট অক্যান্টে চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, এই মহড়ায় চীনের নৌবাহিনীর পাঁচটি যুদ্ধজাহাজ অংশ নেবে। থাকবে চারটি হেলিকপ্টার। এগুলো এরই মধ্যে মহড়ায় অংশ নিতে রওয়ানা দিয়েছে।

আরও পড়ুন>সৌদি আরবে এক সপ্তাহে প্রায় ১২ হাজার অবৈধ প্রবাসী গ্রেফতার

মন্ত্রণালয় আরও জানিয়েছে, জাপান সাগরে যে মহড়াটি অনুষ্ঠিত হতে যাচ্ছে তাতে রাশিয়ার নৌ ও বিমানবাহিনী অংশ নেবে।

নর্দান/ইন্টারঅ্যাকশন-২০২৩ নামের এই মহড়া দেশ দুইটির মধ্যে সামরিক সহযোগিতা জোরদার করবে। ইউক্রেনে রাশিয়ার হামলার পর মস্কো ও বেইজিংয়ের মধ্যে সহযোগিতামূলক পদক্ষেপ বেড়েছে।

এদিকে চীনের শীর্ষ কূটনীতিক ওয়াং ই ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্করকে বলেছেন, বেইজিং ও নয়া দিল্লির মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্ক স্থিতিশীল করা প্রয়োজন। শুক্রবার (১৪ জুলাই) ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর জোট আসিয়ানের সম্মেলনের ফাঁকে হওয়া দ্বিপক্ষীয় বৈঠকে তিনি এ মন্তব্য করেন।

আরও পড়ুন>তীব্র গরমে পুড়ছে যুক্তরাষ্ট্র-ইউরোপ-জাপান, সহসা নেই স্বস্তির খবর

চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতির বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানায়, ওয়াং ই জয়শঙ্করকে বলেন, একে অপরের মধ্যে সন্দেহ, আক্রমণ নয়, দরকার পারস্পরিক সহযোগিতা। এমন এক সময়ে ওয়াং ই এমন মন্তব্য করলেন, যখন প্রতিবেশী দেশ দুটি সীমান্ত ঘিরে বাড়তে থাকা সামরিক উত্তেজনা কমানোর ‍উপায় খুঁজছে।

এমএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।