দক্ষিণ কোরিয়ায় প্রবেশে নিয়ম শিথিল

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১২:০৪ এএম, ১৫ জুলাই ২০২৩

দক্ষিণ কোরিয়া প্রবেশের ক্ষেত্রে কিউ-কোড পূরণ ও কোয়ারেন্টাইন নিয়ম শিথিল হতে যাচ্ছে। শনিবার (১৫ জুলাই) থেকে নতুন এ নিয়ম কার্যকর হবে।

সম্প্রতি বিশ্বব্যাপী করোনা ও মাঙ্কি পক্স রোগীর সংখ্যা কমে যাওয়ায় এ সিদ্ধান্ত নিয়েছে কোরিয়ার রোগ নিয়ন্ত্রণ বিভাগ।

তবে ভ্রমণকারীদের মধ্যে কোনো উপসর্গ দেখা দিলে তা শরীরের তাপমাত্রা পরিমাপের মাধ্যমে শনাক্ত করার প্রক্রিয়া চলমান থাকবে।

করোনা মহামারির সময় অর্থাৎ ২০২০ সাল থেকে কিউ-কোড পূরণ পদ্ধতি চালু করে দক্ষিণ কোরিয়া। বিমানে ওঠার আগে শারীরিক অবস্থার বিবরণ কোরিয়ার রোগ নিয়ন্ত্রণ সংস্থাকে জানাতে হতো।

তবে যেসব দেশে এখন পর্যন্ত ইবোলা ভাইরাসের পাদুর্ভাব রয়েছে (উগান্ডা এবং কঙ্গো) তাদের ক্ষেত্রে আগের নিয়ম বহাল থাকবে। এছাড়া চীন ও কম্বোডিয়ার ক্ষেত্রে এভিএন ইনফ্লুয়েঞ্জা, মধ্যপ্রাচ্যের ১২টি দেশে মার্স, কলেরা রোগের জন্য ভারত, ফিলিপাইনসহ আরও ২৬টি দেশের ক্ষেত্রেও আগের নিয়ম অব্যাহত থাকবে বলে দেশটির সরকার জানিয়েছে।

রাশিদুল ইসলাম জুয়েল/এসআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।