দিল্লিতে বন্যা

মোগল আমলের স্মৃতি ফেরালো ক্রুদ্ধ যমুনা

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৬:১৬ পিএম, ১৪ জুলাই ২০২৩
ছবি: সংগৃহীত

দীর্ঘ ৪৫ বছর পর ভারতে আবারও ক্রুদ্ধ রূপে হাজির হয়েছে যমুনা নদী। তার দাপটে তলিয়ে গেছে দিল্লির রাস্তাঘাট, ঐতিহাসিক স্থান, বাদ পড়েনি ভিভিআইপি এলাকাও। সবই এখন পানির নিচে। যমুনার এই প্রমত্ত রূপ মনে করিয়ে দিচ্ছে কয়েকশ বছর আগের চেহারা।

নদীটিতে গত রোববার থেকেই পানি বিপৎসীমার (২০৫ দশমিক ৩৩ মিটার) ওপর প্রবাহিত হচ্ছে। এর মধ্যে গত বুধবার পানির উচ্চতা সর্বকালের রেকর্ড ভেঙে ২০৮ দশমিক ৫৩ মিটারে পৌঁছায়। দিল্লিতে এ ধরনের দৃশ্য সবশেষ দেখা গিয়েছিল ১৯৭৮ সালে।

তবে যমুনার এই রূপে দেখে অনেকেই ফিরে গেছেন প্রায় ৪০০ বছর আগের মোগল আমলে। সেই সময় ঐতিহাসিক লালকেল্লার পেছনের প্রাচীরের কাছ দিয়ে বয়ে যেতো যমুনার পানি। সেই জায়গাটি আজও প্লাবিত। তবে এই পানি স্বচ্ছ নয়, বন্যার নোংরা দূষিত পানিতে তলিয়ে রয়েছে গোটা এলাকা।

আরও পড়ুন>> ভারতে বন্যায় নিহত শতাধিক, যমুনার পানিতে হাবুডুবু দিল্লি

এই দৃশ্যের তুলনা করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট দিয়েছেন বহু মানুষ। সংবাদ হয়েছে ভারতের জাতীয় সংবাদমাধ্যমগুলোতেও।

 
 
 
View this post on Instagram

A post shared by City Tales™ (@_citytales)

একজন লিখেছেন, নদী কখনো ভোলে না! কয়েক দশক বা শতাব্দী পেরিয়ে গেলেও সে তার সীমানা পুনরুদ্ধার করতে ফিরে আসবে।

আরও পড়ুন>> পানির নিচে দিল্লি, বিপৎসীমার ওপরে যমুনা

আরেক ব্যক্তির মন্তব্য, দীর্ঘ সময় পর আবার আগের জায়গায় যমুনা।

তৃতীয় একজন লিখেছেন, যমুনা তার অপ্রতিরোধ্য শক্তির কথা মনে করিয়ে দিচ্ছে।

সূত্র: ইন্ডিয়া টুডে
কেএএ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।