৬৩ বছরে প্রথম নারী প্রধান পেলো অস্ট্রেলিয়ার কেন্দ্রীয় ব্যাংক
৬৩ বছরের ইতিহাসে প্রথমবারের মতো একজন নারীকে রিজার্ভ ব্যাংক অব অস্ট্রেলিয়ার প্রধান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। মিশেল বুলক নামের এই প্রবীণ নারী অর্থনীতিবিদ সেপ্টেম্বর থেকে দায়িত্ব নেবেন। তিনি গভর্নর ফিলিপ লো এর স্থলাভিষিক্ত হবেন। খবর আল-জাজিরার।
শুক্রবার (১৪ জুলাই) এক বিবৃতিতে বুলক বলেছেন, আমি এই গুরুত্বপূর্ণ পদে নিয়োগ পেয়ে অত্যন্ত সম্মানিত। এই ভূমিকায় আসা একটি চ্যালেঞ্জিং বিষয়। তবে একটি শক্তিশালী নির্বাহী দল ও বোর্ড আমাকে সাহায্য করবে।
আরও পড়ুন>ভারতে বন্যায় নিহত শতাধিক, যমুনার পানিতে হাবুডুবু দিল্লি
তিনি বলেন, রিজার্ভ ব্যাংক অব অস্ট্রেলিয়া জনগণের সুবিধার জন্য তার নীতি ও অপারেশনাল উদ্দেশ্যগুলো বাস্তবায়ন করবে বলে আমি নিশ্চিত করে বলতে পারি।
এদিকে দেশটির প্রধানমন্ত্রী অ্যান্টনি আলবানিজ বুলককে অসামান্য অর্থনীতিবিদ ও নেতা হিসাবে বর্ণনা করেছেন।
আলবানিজ বলেন, তার নিয়োগ ব্যতিক্রমী অভিজ্ঞতা ও দক্ষতার মধ্যে ভারসাম্য রক্ষা করবে। তাছাড়া নতুন নেতৃত্বের দৃষ্টিভঙ্গি তো রয়েছেই।
আরও পড়ুন>তত্ত্বাবধায়ক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করছে পাকিস্তান
অস্ট্রেলিয়ার ইউনিভার্সিটি অব নিউ ইংল্যান্ড থেকে স্নাতক পাসের পর বুলক ১৯৮৫ সালে রিজার্ভ ব্যাংক অব অস্ট্রেলিয়া যোগ দেন। তিনি ২০২২ সালের এপ্রিলে প্রথম নারী ডেপুটি গভর্নর হিসেবে নিযুক্ত হওয়ার আগে অর্থপ্রদান নিষ্পত্তি ও সরকারি ব্যাংকিংসহ বিভিন্ন ক্ষেত্র দায়িত্ব পালন করেন।
এমএসএম