প্র্যাংক ভিডিও ভাইরাল
কিউআর কোড নিয়ে ভিক্ষা করছেন ‘ডিজিটাল ভিখারি’
হাতে কিউআর কোড নিয়ে লোকাল ট্রেনে ভিক্ষা করছেন এক ব্যক্তি। সেই কিউআর কোডে রয়েছে অনলাইন পেমেন্টের ব্যবস্থা। অর্থাৎ, পকেটে খুচরা টাকা না থাকলেও সমস্যা নেই। অনলাইনেই ভিক্ষা দেওয়া যাবে তাকে। সম্প্রতি কথিত এই ‘ডিজিটাল ভিখারি’র দেখা মিলেছে ভারতে। তার ভিডিও রীতিমতো ঝড় তুলেছে সোশ্যাল মিডিয়ায়।
ব্যস্ত রাস্তা, বাস বা ট্রেনে প্রতিদিনই দেখা মেলে অসংখ্য ভিক্ষুকের। পেটের তাগিদেই অন্যের কাছে হাত পাতেন তারা। অনেকে ‘না’ বলে দেন তাদের। কেউ কেউ অজুহাত হিসেবে নগদ অথবা খুচরা টাকার অভাবকে সামনে আনেন।
আরও পড়ুন>> ট্রেনের মধ্যে নারীদের হুলুস্থুল, উঠলো স্যান্ডেল-ছিঁড়লো চুল
ভিডিওতে দেখা যায়, এক ভিক্ষুক ট্রেনের ভেতর গান গেয়ে ভিক্ষা করছেন। তার হাতে কিউআর কোড স্টিকারযুক্ত কাগজ। ওই ট্রেনে উপস্থিত এক ব্যক্তি এ ঘটনার ভিডিও রেকর্ড করেন, যা এখন ভাইরাল।
#MumbaiLocal #DigitalIndia
— jaggirmRanbir (@jaggirm) June 25, 2023
That's Mumbai local where you can see the height of using digital payment
A beggar is carrying the online payment sticker with him so you have not to bother about excuses of not having change its purely a cashless facility pic.twitter.com/HIxlRJkbmM
সোশ্যাল মিডিয়া পোস্টের দাবি, ভাইরাল ভিডিওটি মুম্বাইয়ের একটি লোকাল ট্রেনের। টুইটারে শেয়ার করা ভিডিওটির ক্যাপশনে লেখা রয়েছে, এটাই মুম্বাই লোকাল, যেখানে আপনি ডিজিটাল পেমেন্ট ব্যবহারের উচ্চতা দেখতে পাবেন। এক ভিক্ষুক সঙ্গে অনলাইন পেমেন্টের স্টিকার নিয়ে ঘুরছেন, যেন আপনাকে নগদ অর্থ না থাকার অজুহাত নিয়ে মাথা ঘামাতে না হয়। এটি পুরোপুরি একটি ‘ক্যাশলেস’ ব্যবস্থা।
আরও পড়ুন>> চলন্ত ট্রেন থেকে পড়ে গিয়েও অল্পের জন্য রক্ষা
তবে অনুসন্ধানে জানা গেছে, মুম্বাইয়ে ডিজিটাল ভিক্ষাবৃত্তি দাবিতে ভাইরাল ঘটনাটি সাজানো। হৃত্বিক জাসওয়াল নামে এক ইউটিউবারের তৈরি প্র্যাংক ভিডিওর অংশ ছিল সেটি।
মূল ভিডিও:
সূত্র: দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস, এই সময়
কেএএ/