এবারও অনুষ্ঠিত হচ্ছে উটের দৌড় প্রতিযোগিতা

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৪:৫৫ পিএম, ১৩ জুলাই ২০২৩
ফাইল ছবি

প্রতি বছরের ন্যায় এ বছরও সৌদি আরবে অনুষ্ঠিত হতে যাচ্ছে উটের দৌড় প্রতিযোগিতা। ক্রাউন প্রিন্স ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমানের সরাসরি তত্ত্বাবধানে সৌদির ক্যামেল ফেডারেশন এই অনুষ্ঠানের আয়োজন করবে।

সৌদি গেজেটের এক প্রতিবেদনে বলা হয়েছে, আগামী ১ আগস্ট তায়েফ ক্যামেল স্কয়ারে এটি অনুষ্ঠিত হবে।

সৌদি উট ফেডারেশনের তথ্য অনুযায়ী, প্রতিযোগিতায় বিজয়ীরা প্রায় ছয় কোটি সৌদি রিয়াল পাবে।

স্থানীয় ও আন্তর্জাতিক উটের মালিকদের একটি উল্লেখযোগ্য সংখ্যক ৫৮৯ টিরও বেশি রাউন্ড নিয়ে গঠিত এই দৌড়ে প্রতিদ্বন্দ্বিতা করবে।

আরও পড়ুন>বিশ্বের সবচেয়ে বড় উট উৎসব সৌদিতে

৩৫০ রাউন্ড সমন্বিত একটি প্রাথমিক প্রতিযোগিতার মধ্যে দিয়ে অনুষ্ঠান শুরু হবে, যা ১ থেকে ১২ আগস্টের মধ্যে অনুষ্ঠিত হবে।

২০১৮ সাল থেকে এই প্রতিযোগিতার আয়োজন করা হচ্ছে। প্রতি বছর বিভিন্ন দেশ থেকে বিপুল সংখ্যাক উট এতে অংশ নেয়।

সৌদি আরবের উটের ইতিহাসকে সমৃদ্ধ ও সংরক্ষণ করার জন্য এই উদ্যোগ নিয়েছে কর্তৃপক্ষ। তাছাড়া এই অনুষ্ঠানের মাধ্যমে আয়ও বাড়ছে উল্লেখযোগ্যভাবে।

এমএসএম

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।