বঙ্গবন্ধু জাতীয় কৃষি পদক পাচ্ছেন ৩০ জন


প্রকাশিত: ০৮:০৮ এএম, ১০ ডিসেম্বর ২০১৪

কৃষি ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য এবার ৩০ জনকে বঙ্গবন্ধু জাতীয় কৃষি পদক দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। ১৩ ডিসেম্বর শনিবার ওসমানী স্মৃতি মিলনয়তনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আনুষ্ঠানিক ভাবে এ কৃষি পদক তুলে দিবেন। কৃষি মন্ত্রণালয়ে অতিরিক্ত সচিব আনোয়ার ফারুখ এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, এবার মোট ৩০ জনকে কৃষি পদক দেয়া হবে, এর মধ্যে ৫ জনকে স্বর্ণ পদক, ৮ জনকে রৌপ পদক এবং ১৭ জনকে ব্রোঞ্জ পদক দেয়া হবে।

এছাড়া স্বর্ণ পদক প্রাপ্তরা প্রত্যেককে ২৫ গ্রাম ওজনের স্বর্ণ পদকসহ ২৫ হাজার টাকা, রৌপ পদক প্রাপ্ত প্রত্যেককে ২৫ গ্রাম ওজনের রৌপ পদকসহ ১৫ হাজার টাকা এবং ব্রোঞ্জ স্বর্ণ পদক প্রাপ্ত প্রত্যেককে ২৫ গ্রাম ওজনের ব্রোঞ্জ পদকসহ ১০ টাকা দেওয়া হবে বলেও জানান তিনি।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।