ফ্রান্সে এবারের বাস্তিল দিবসে আতশবাজি নিষিদ্ধ

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৮:২৬ পিএম, ০৯ জুলাই ২০২৩

রাস্তায় এক কিশোরকে গুলি করে হত্যার ঘটনায় সম্প্রতি ফ্রান্সজুড়ে সহিংসতা ছড়িয়ে পড়ে। যদিও সে ঘটনা এখন ফ্রান্স সরকারের নিয়ন্ত্রণে। তবে বাস্তিল দিবসকে কেন্দ্র করে আবার সহিংসতা ছড়াতে পারে এমন আশঙ্কা থেকে আতশবাজি নিষিদ্ধ করেছে দেশটির কর্তৃপক্ষ। খবর দ্য গার্ডিয়ানের।

রোববার (৯ জুলাই) এ সম্পর্কিত একটি আদেশ জারি করেছে ফ্রান্স সরকার। এতে পাইরোটেকনিক্যাল অ্যার্টিকেল ও আতশবাজি বিক্রি, কেনা, ও পরিবহন করা ১৫ জুলাই পর্যন্ত নিষিদ্ধ করা হয়েছে। ১৪ জুলাই বাস্তিল দিবসের দিন বিশৃঙ্খলা ঠেকাতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। কর্তৃপক্ষের আশঙ্কা ওই দিন নতুন করে সহিংসতা ছড়িয়ে পড়তে পারে।

আরও পড়ুন>হু হু করে বাড়ছে টমেটোর দাম, লুট ঠেকাতে দোকানে নিরাপত্তারক্ষী

সম্প্রতি নাহেল মারজুক নামের ১৭ বছরের এক কিশোরকে রাস্তায় গুলি করে পুলিশ। এ ঘটনাকে কেন্দ্র করেই ফ্রান্সজুড়ে বিক্ষোভ ছড়িয়ে পড়ে। এ সময় নিরপত্তা বাহিনীকে লক্ষ্য করে আতশবাজি, পাথর ও বোতল নিক্ষেপ করা হয়।

অনুভূমিকভাবে ছোঁড়া আতশবাজি রকেট কম দাম ও প্রাপ্যতার কারণে দাঙ্গাকারীদের একটি পছন্দের অস্ত্র হয়ে উঠেছে, যা ১০০ কিলোমিটার পর্যন্ত বেগে ছুটতে পারে।

প্যারিসে ট্রাফিক আইন অমান্য করার অভিযোগে নাহেল এমের নামের ওই কিশোরকে লক্ষ্য করে পুলিশ গুলি চালালে ঘটনাস্থলেই মৃত্যু হয় তার। সেই ঘটনার জেরেই বিক্ষোভ-সহিংসতা ছড়িয়ে পড়ে। সরকারের বিরুদ্ধে বর্ণবৈষম্যসহ একাধিক অভিযোগে রাস্তায় নেমে আসে হাজার হাজার মানুষ।

আরও পড়ুন>বৃষ্টির মধ্যে তরুণ-তরুণীর নাচের ভিডিও ভাইরাল

সহিংসতা চলাকালে দেশটিতে ৪৫ হাজার পুলিশ মোতায়েন করা হয়। গ্রেফতার করা হয় হাজারের বেশি বিক্ষোভকারীকে। সহিংসতার জেরে ৪৯২টি সরকারি ভবন ক্ষতিগ্রস্ত হয়। পুড়িয়ে দেওয়া হয় প্রায় দু’হাজার গাড়ি। এ ছাড়াও বহু জায়গায় আগুন ধরিয়ে দেওয়া হয়।

এমএসএম

 

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।