সংক্ষিপ্ত বিশ্ব সংবাদ: ০৭ জুলাই ২০২৩

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৯:৫৫ পিএম, ০৭ জুলাই ২০২৩

আমাদের চারপাশে অসংখ্য ঘটনা ঘটছে প্রতিদিন। এর মধ্যে হয়তো আলোচনায় আসে হাতেগোনা কিছু। তবে সময় ও পরিস্থিতির পরিপ্রেক্ষিতে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে বেশ কিছু বিষয়। এগুলো জানা না থাকলে অনেক ক্ষেত্রেই পিছিয়ে পড়তে হয়। এ কারণে বিশ্বের বিভিন্ন প্রান্তে ঘটে যাওয়া নানা ঘটনা থেকে সংক্ষেপে গুরুত্বপূর্ণ কিছু সংবাদ থাকছে জাগো নিউজের পাঠকদের জন্য-

‘মোদী পদবি’ অবমাননা মামলায় রাহুল গান্ধীর আবেদন হাইকোর্টেও খারিজ

‘মোদী পদবি’ মামলায় বিরাট ধাক্কা কংগ্রেস নেতা রাহুল গান্ধীর। সাবেক কংগ্রেস সভাপতির শাস্তি বাতিলের আবেদন খারিজ করলো গুজরাট হাইকোর্টও। যার অর্থ এখনই সংসদ সদস্য পদ ফেরত পাবেন না রাহুল। এমনকি আগামী লোকসভা নির্বাচনেও লড়তে পারবেন না। সম্ভবত জেলেও যেতে হতে পারে তাকে। যদিও এখনো সুপ্রিমকোর্টে যাওয়ার রাস্তা খোলা আছে কংগ্রেস নেতার কাছে।

কানাডায় খালিস্তানপন্থিদের কর্মসূচি/ ট্রুডো সরকারের পদক্ষেপ দুই দেশের সম্পর্কে প্রভাব ফেলবে: ভারত

কানাডায় ক্রমেই বাড়ছে শিখ সম্প্রদায়ের জন্য আলাদা রাষ্ট্র ‘খালিস্তান’ দাবিদারদের কার্যক্রম। শনিবার (৮ জুলাই) কানাডায় ‘ফ্রিডম র‌্যালি’র ডাক দিয়েছে খলিস্তানপন্থীরা। এ নিয়ে তারা কিছু পোস্টার প্রকাশ করেছে, যেখানে টরন্টো ও ভ্যাঙ্কুভারে নিযুক্ত ভারতীয় দূতাবাসের কূটনীতিকদের ছবি দিয়ে নিশানা করা হয়েছে।

যুক্তরাষ্ট্র-পাকিস্তান সম্পর্ক স্বাভাবিক অবস্থায় ফিরেছে: শাহবাজ

পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ বলেছেন, ওয়াশিংটন ও ইসলামাবাদের মধ্যে সম্পর্ক স্বাভাকি অবস্থায় ফিরেছে। তবে দ্বিপাক্ষিক বিভিন্ন ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক আরও ভালো করতে চায় তার দেশ। যুক্তরাষ্ট্রের ২৪৭তম স্বাধীনতা দিবস উপলক্ষে এক ভাষণে শাহবাজ শরিফ বলেন, পাকিস্তান ও যুক্তরাষ্ট্র সম্পর্ক সংশোধন করার জন্য ব্যাপক প্রচেষ্টা চালিয়েছে।

জাপানের ১০ অঞ্চল থেকে খাদ্য আমদানি করবে না চীন

ফুকুশিমা পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের পানি সমুদ্রে ছাড়ার পরিকল্পনা নিয়ে ক্ষোভের মধ্যে জাপানের ১০টি এলাকা থেকে খাদ্যপণ্য আমদানির ওপর নিষেধাজ্ঞা দিয়েছে চীন। এছাড়া দেশটির অন্যান্য অঞ্চল থেকে আসা পণ্যগুলোতে তেজস্ক্রিয়তা পর্যবেক্ষণ করা হবে বলে জানিয়েছে বেইজিং।

উপসাগর থেকে বাণিজ্যিক জাহাজ আটক করেছে ইরান

উপসাগরের আন্তর্জাতিক জলসীমা থেকে জোরপূর্বক একটি বাণিজ্যিক জাহাজ আটক করেছে ইরানের রেভল্যুশনারি গার্ডস। ওই জাহাজটি চোরাচালানের সঙ্গে জড়িত থাকতে পারে বলে সন্দেহ করা হয়। যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর এক মুখপাত্র এই তথ্য জানিয়েছে। মার্কিন পঞ্চম ফ্লিটের মুখপাত্র কমান্ডার টিম হকিন্স জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের নৌবাহিনী পরিস্থিতি পর্যবেক্ষণ করার পাশাপাশি আর কোনো প্রতিক্রিয়া না দেখানোর সিদ্ধান্ত নিয়েছে।

ইউক্রেনকে ৫০ কোটি ইউরোর সহায়তা প্যাকেজ দেবে ন্যাটো

ইউক্রেনের জন্য অতিরিক্ত ৫০ কোটি ইউরো বা ৫৪ কোটিরও বেশি ডলারের সহায়তা প্যাকেজ প্রস্তুত করছে ন্যাটো। শুক্রবার (৭ জুলাই) ব্রাসেলসে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান জোটের মহাসচিব জেনস স্টলটেনবার্গ। তিনি বলেন, ন্যাটোর দেশগুলো ইউক্রেনের জন্য জ্বালানি, খুচরা যন্ত্রাংশ, চিকিৎসা সরঞ্জাম, ডিমাইনিং সরঞ্জাম ও পন্টুন সেতুসহ ৫০ কোটি ইউরো সহায়তার একটি নতুন জরুরি প্যাকেজ প্রস্তুত করছে।

ইউক্রেনে ক্লাস্টার বোমা পাঠাবে যুক্তরাষ্ট্র

মানবিক সংকট নিয়ে উদ্বেগ থাকা সত্ত্বেও ইউক্রেনে ক্লাস্টার বোমা পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্র। যদিও এই অস্ত্রের মোতায়েন নিয়ে বিভিন্ন মহলে উদ্বেগ রয়েছে। তাছাড়া এই বোমা শতাধিক দেশে নিষিদ্ধ। ক্লাস্টারবোমাসহ নতুন অস্ত্র প্যাকেজের ঘোষণা শুক্রবারই (৭ জুলাই) দেওয়া হবে বলে আশা করা হচ্ছে। নাম প্রকাশ না করার শর্তে তিন মার্কিন কর্মকর্তা রয়টার্সকে এ তথ্য নিশ্চিত করেছে।

গুলিতে ইসরায়েলি সেনা নিহত, ধরে এনে ফিলিস্তিনি বন্দুকধারীকে হত্যা

পশ্চিম তীরে অবৈধ বসতির কাছে একজন ফিলিস্তিনির গুলিতে এক ইসরায়েলি সেনা নিহত হয়েছেন। একই সঙ্গে গুলি করে হত্যা করা হয়েছে ওই ফিলিস্তিনিকে। এই হামলার দায় স্বীকার করেছে ফিলিস্তিনি গোষ্ঠী হামাস। তারা বলছে, তাদের একজন সদস্য এই হামলা চালিয়েছে। চলতি সপ্তাহে জেনিনে ইসরায়েলের দুদিনের সামরিক আগ্রাসনের জবাবে বৃহস্পতিবারের এই হামলা।

ইসরায়েলি অভিযানে দীর্ঘ হচ্ছে ফিলিস্তিনিদের মৃত্যুর মিছিল

ফিলিস্তিনের বিভিন্ন স্থানে চলছে ইসরায়েলি বাহিনীর বর্বর অভিযান। কোনোভাবেই থামছে না তাদের হত্যাচার, নির্যাতন ও হত্যাযজ্ঞ। এতে ক্রমেই দীর্ঘ হচ্ছে ফিলিস্তিনিদের মৃত্যুর মিছিল। শুক্রবারও (৭ জুন) ইসারায়েলি বাহিনী দখলকৃত পশ্চিমতীরের শহর নাবলুসে অভিযান চালিয়েছে। এতে সেখানের দুই ফিলিস্তিনি নিহত হয়।

মেটার বিরুদ্ধে মামলার হুমকি টুইটারের, প্রতিদ্বন্দ্বিতা চরমে

‘থ্রেডস’ নামের নতুন অ্যাপ বাজারে এনেছে ফেসবুকের মূল কোম্পানি মেটা। এটি হুবহু টুইটারের মতো। এরই মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে অ্যাপটি। এমন পরিস্থিতির মধ্যেই মেটার বিরুদ্ধে মামলার হুমকি দিয়েছে টুইটার কর্তৃপক্ষ। ইলন মাস্কের মালিকানাধীন প্রতিষ্ঠানটির অভিযোগ, টুইটারের সাবেক কর্মীদের চাকরি দিয়ে ‘মেধাস্বত্ব অধিকার’ লঙ্ঘন করেছে থ্রেডস।

এসএএইচ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।