স্কুলে মোবাইল ফোন ব্যবহারে নিষেধাজ্ঞা আনছে নেদারল্যান্ডস
স্কুলে মোবাইল ফোনসহ সব ধরনের ডিভাইস ব্যবহারে নিষেধাজ্ঞা আনতে যাচ্ছে নেদারল্যান্ডস। ক্লাসরুমে মোবাইলের ক্ষতিকর প্রভাব রুখতে ডাচ সরকার এই পদক্ষেপ নিচ্ছে। বিভিন্ন স্কুল কর্তৃপক্ষের সহযোগিতায় এই উদ্যোগ চালু হচ্ছে এবং আগামী বছরের শুরুতেই এটি কার্যকর হবে বলে জানানো হয়েছে। তবে বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থী এবং যেসব ক্লাস ডিজিটাল দক্ষতার ওপর নির্ভরশীল সেগুলো এই নিষেধাজ্ঞার আওতায় পড়বে না।
আরও পড়ুন: চীনে ভারী বৃষ্টি-বন্যায় ১৫ জনের মৃত্যু
এদিকে দেশটির শিক্ষামন্ত্রী রবার্ট ডিজকগ্রাফ বলেন, যদিও মোবাইল ফোন আমাদের জীবনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে; তবে তা ক্লাসরুমে জরুরি নয়। ছাত্রদের অবশ্যই পড়াশোনায় মনোনিবেশ করতে হবে এবং তাদের ভালো ভাবে শেখার প্রতিটি সুযোগ দিতে হবে।
আমরা বৈজ্ঞানিক গবেষণা থেকে জানতে পারছি যে, মোবাইল ফোন শিক্ষা কার্যক্রমকে বাধাগ্রস্ত করছে। বিভিন্ন গবেষণায় দেখা গেছে, স্ক্রিন টাইম কমিয়ে আনার মাধ্যমে শিশুদের মনোযোগ এবং জ্ঞান বৃদ্ধি করা সম্ভব।
ট্যাবলেট এবং স্মার্টওয়াচসহ অন্য প্রযুক্তিও ডাচ নিষেধাজ্ঞায় অন্তর্ভুক্ত। দেশটির সরকার বলছে, স্কুলে বিভিন্ন ডিভাইস সম্পূর্ণ নিষিদ্ধ করার বিষয়টি শিক্ষক, পিতা-মাতা এবং ছাত্রদের ওপর নির্ভর করছে। নিষেধাজ্ঞা বাস্তবায়নে স্কুল কর্তৃপক্ষকে নিজস্ব উপায় খুঁজতে বলা হচ্ছে। সব পক্ষের সঙ্গে আলোচনা করে এ ব্যাপারে একটি অভ্যন্তরীণ নিয়ম করতে স্কুল কর্তৃপক্ষকে সরকার নির্দেশনা দিচ্ছে।
সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, স্কুল কর্তৃপক্ষের নেওয়া পদক্ষেপের বিষয়ে তারা মূল্যায়ন করে দেখবে যে তা কাজ করছে কি না এবং নিষেধাজ্ঞা জরুরি কি না।
আরও পড়ুন: পশ্চিমবঙ্গে সবজির দামে আগুন, ঝাঁঝ বেড়েছে কাঁচা মরিচের
এর আগে গত সপ্তাহে ফিনল্যান্ডও একই ধরনের ঘোষণা দিয়েছিল। স্কুলে ফোন ব্যবহার সীমিত করার জন্য আইন পরিবর্তনের কথাও জানানো হয়। ইংল্যান্ড এবং ফ্রান্সসহ অন্য দেশে পড়াশোনার উন্নতির জন্য মোবাইল ফোন নিষিদ্ধ করার প্রস্তাব করেছে।
টিটিএন