কলকাতায় কোরবানির ঈদ

রেড রোডে বৃহত্তম ঈদ জামাতে মুসল্লিদের ভিড়

ধৃমল দত্ত
ধৃমল দত্ত ধৃমল দত্ত , পশ্চিমবঙ্গ প্রতিনিধি
প্রকাশিত: ১০:৪৩ এএম, ২৯ জুন ২০২৩

ঈদের দিন সকাল থেকেই কলকাতায় শুরু হয়েছিল হালকা ঝিরঝির বৃষ্টি। তবে বেশিক্ষণ থাকেনি। ফলে ঈদুল আজহার আনন্দ উদযাপনে কোনো ব্যাঘাতও ঘটেনি। বৃহস্পতিবার (২৯ জুন) কলকাতাসহ পশ্চিমবঙ্গজুড়ে উদযাপিত হচ্ছে কোরবানির ঈদ।

কলকাতায় ঈদের সবচেয়ে বড় জামাতটি হয় রেড রোডে। এবারও তার ব্যতিক্রম হয়নি। শিশু থেকে বৃদ্ধ- সব বয়সের মানুষের পদচারণায় মুখরিত হয়ে ওঠে রেড রোড।

আরও পড়ুন>> কলকাতায় ‘পানির দামে’ বিক্রি হচ্ছে গরু

সকাল সাড়ে ৮টায় শুরু হয় রেড রোডের ঈদের নামাজ। নামাজ পড়ান ইমাম কোয়ারি ফজলুর রহমান। হালকা বৃষ্টি উপেক্ষা করে হাজার হাজার মুসল্লি অংশ নেন এই ঈদ নামাজে।

jagonews24

রেড রোড ছাড়াও নাখোদা মসজিদ, টিপু সুলতান মসজিদ, পার্ক সার্কাস, ময়দান, খিদিরপুরসহ রাজ্যের অসংখ্য মসজিদে ঈদের নামাজ আদায় করা হয়।

নামাজ শেষ হতেই পরিচিতদের সঙ্গে কোলাকুলি ও কুশল বিনিময় করেন ধর্মপ্রাণ মুসলিমরা। হাসিমুখে শুভেচ্ছা বিনিময় করতে দেখা যায় শিশু-কিশোরদেরও।

আরও পড়ুন>> মসজিদের গাছের এক আম বিক্রি হলো ১৪ হাজার টাকায়

কলকাতার বাসিন্দা আমির উদ্দিন বলেন, আজ এই পবিত্র দিনে সবার সঙ্গে আনন্দ করবো। বাড়িতে আমরা খাসি কোরবানি করেছি। বিরিয়ানি রান্না হচ্ছে, খাওয়া-দাওয়া হবে।

নামাজ পড়তে আসা এক শিশু বলে, মা আজ খাসির বিরিয়ানি বানিয়েছে। বাড়িতে গিয়ে বিরিয়ানি খাবো। নতুন জামা পরে বন্ধুদের সঙ্গে ঘুরবো।

jagonews24

নওয়াজুদ্দিন নামে আরেক শিশু তার বাবার সঙ্গে নামাজ পড়তে এসেছিল রেড রোডে। সে জানায়, আজ সারাদিন নতুন জামা-কাপড় পরে বাইকে করে ঘুরবে। আজ তাদের বাড়িতে দুম্বা কোরবানি হয়েছে। সেই দুম্বার মাংস দিয়ে রান্না করার রকমারি খাবার খাওয়ার কথা জানায় শিশুটি।

ফতেমা খাতুন নামে আরেক শিশু বলেছে, বাবার সঙ্গে সারাদিন ঘোরার পরিকল্পনা রয়েছে তার। ফাতেমা জানায়, আজ আলিপুর চিড়িয়াখানায় যাবো। আর এখান থেকে বাড়ি গিয়ে খাসির বিরিয়ানি ও চিকেন চাপ খাবো।

আরও পড়ুন>> কলকাতায় সোনার দামে রেকর্ড পতন

এদিন ঈদের নামাজ শেষ হওয়ার পর শুরু হয় পশু কোরবানি। কলকাতায় সাধারণত রাস্তায় কোনো পশু জবাই হয় না। বিশেষ জায়গা যেমন- মসজিদ বা কারও বাড়িতে পশু জবাই হয়। সবাই কোরবানির পশু সেই নির্দিষ্ট স্থানে নিয়ে যায়। সেখানে কোরবানির পর মাংস তিন ভাগ হয়।

এবারের ঈদে কলকাতায় যেন আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক থাকে, সে কারণে আগেই কড়া পদক্ষেপ নিয়েছে কলকাতা পুলিশ। কোরবানির ঈদ উপলক্ষে শহরজুড়ে মোতায়েন করা হয়েছে বাড়তি পুলিশ। থাকছে মোটরসাইকেল প্যাট্রোলিং। সোশ্যাল মিডিয়াতে নজরদারি চালাবে কলকাতা পুলিশের বিশেষ দল। শহরের রাজপথে এবার নারী পুলিশও থাকবে।

ডিডি/কেএএ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।