দোকানে দাঁড়িয়ে চা-মোমো বানালেন মমতা

পশ্চিমবঙ্গ প্রতিনিধি পশ্চিমবঙ্গ প্রতিনিধি
প্রকাশিত: ১২:৪৬ পিএম, ২৭ জুন ২০২৩
ছবি: সংগৃহীত

জনসংযোগ বাড়াতে দলীয় কর্মসূচি বা প্রশাসনের কাজে গিয়ে কখনো বানিয়ে ফেলেন চা, আবার কখনো হাত লাগান তেলেভাজা খাবারে। তিনি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী। এবার তিনি রাস্তার ধারে দোকানে দাঁড়িয়ে নিজ হাতে চা ও মোমো বানিয়ে খাইয়েছেন সঙ্গীদের।

সোমবার (২৬ জুন) কোচবিহারের দক্ষিণ বিধানসভা কেন্দ্রের চান্দামারী প্রাণনাথ হাইস্কুল মাঠের সভা শেষে নাগরাকাটায় রাস্তার ধারে ছোট একটি চা ও মোমোর দোকানে যান তৃণমূল সুপ্রিমো। দোকানে ঢুকে নিজেই চা বানাতে শুরু করে দেন মুখ্যমন্ত্রী।

আরও পড়ুন>> দোকানে দাঁড়িয়ে চপ ভেজে বিক্রি করলেন মমতা

মাটিতে নেমে এ ধরনের কাজ মমতার পুরোনো অভ্যাস। যে কোনো বড় নেতাদের টেক্কা দিতে পারে তার এই ছকভাঙা জনসংযোগে।

সোমবার চান্দামারীর সভা শেষে হাঁটছিলেন মমতা ব্যানার্জী। নিরাপত্তাকর্মীরা ছাড়াও তার সঙ্গে পা মেলান জেলা তৃণমূল কংগ্রেসের নেতাকর্মীরা।

আরও পড়ুন>> ভারতের সবচেয়ে গরিব মুখ্যমন্ত্রী মমতা

হাঁটতে হাঁটতেই মমতার চোখে পড়ে ছোট একটা টালির চালার চা-মোমোর দোকান। এরপর স্বভাবসিদ্ধ ভঙ্গিতে সোজা ঢুকে পড়েন দোকানে। দোকানটিতে তখন দুই নারী ছিলেন। মুখ্যমন্ত্রী দোকানির সঙ্গে কথা বলেন, এরপর নিজে এগিয়ে যান চা বানানোর উপকরণগুলোর দিকে। শুরু করেন চা বানানো। থালায় এক এক করে মুখ্যমন্ত্রী নিজেই চায়ের কাপ সাজান। কেটলি থেকে প্রত্যেক কাপে চা ঢালেন। সবাইকেই চা পান করিয়ে তারপর নিজে চায়ের কাপে চুমুক দেন। চায়ের কাপে চুমুক দিতে দিতে মুখ্যমন্ত্রীকে খুনসুটি করতেও দেখা যায়।

আরও পড়ুন>> শরীরচর্চায় মমতার সঙ্গী বিদেশি কুকুর, ভিডিও ভাইরাল

দোকানের মালিক ধনমায়া লামা মুখ্যমন্ত্রীকে দেখে কী করবেন বুঝে উঠতে পারছিলেন না। তিনি বলেন, আমি বুঝতে পারছিলাম না কী করবো। ভাবতেই পারিনি, মুখ্যমন্ত্রী আমার দোকানে আসবেন। তিনি নিজের হাতে চা বানিয়ে সবাইকে খাওয়ালেন, নিজেও খেলেন। মোমো খেয়েছেন আমার কাছ থেকে। চা ও মোমোর দামও মিটিয়ে দিয়েছেন তিনি। আমি ভীষণ খুশি মুখ্যমন্ত্রী আমার দোকানে আসায়।

দোকান থেকে বেরিয়ে মমতা সাংবাদিকদের বলেন, আমি দার্জিলিং গেলে চা ও মোমো বানাই। এই এলাকায় একটি ছোট দোকান দেখলাম। ওদের উৎসাহ করার জন্য চা ও মোমো বানালাম। এছাড়া সবেইকে নিয়ে একসঙ্গে চা-মোমোও খাওয়া হলো।

ডিডি/কেএএ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।