মারামারি করতে প্রস্তুত মার্ক জুকারবার্গ ও ইলন মাস্ক
দুই টেক জায়ান্ট ফেসবুক-টুইটারের মধ্যে প্রতিযোগিতা নতুন কিছু নয়। প্রতিষ্ঠার পর থেকেই এ দুই সংস্থা একে অপরকে টেক্কা দেওয়ায় ব্যস্ত। সোশ্যাল মিডিয়া জগতের দুই শীর্ষ সংস্থার মালিকও বিশ্বের শীর্ষ ধনীর তালিকায় প্রতিযোগিতা করছেন। কিন্তু তাই বলে সশরীরে মারামারি করবেন তারা!
না, এখনো ঘটেনি এই কাণ্ড! তবে অবস্থাদৃষ্টে মনে হচ্ছে সেটি খুব বেশি দূরেও নয়। শিগগির হয়তো বদ্ধ খাঁচায় একে অপরকে কিল-ঘুসি মারতে দেখা যাবে ইলন মাস্ক ও মার্ক জুকারবার্গকে।
আরও পড়ুন>> আমি মোদীর ভক্ত: ইলন মাস্ক
সম্প্রতি নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম টুইটারে ইলন মাস্ক এক পোস্টে বলেছিলেন, ‘মার্ক জুকারবার্গের সঙ্গে খাঁচার ভেতর লড়তে প্রস্তুত’।
এটি নজর এড়ায়নি ফেসবুক-ইনস্টাগ্রামের মূল কোম্পানি মেটার প্রধান জুকারবার্গের। জবাবে মাস্কের টুইটের একটি স্ক্রিনশট ইনস্টাগ্রাম স্টোরিতে শেয়ার করে তিনি লেখেন, ‘আমাকে জায়গার নাম পাঠাও’।
This is Zuck’s story on insta right now.
— Penny2x (@imPenny2x) June 22, 2023
Simulation confirmed
pic.twitter.com/Vu0vrihFIV
এর প্রত্যুত্তরে ইলন মাস্ক বলেন, ভেগাস অক্টাগন। অক্টাগন হলো আল্টিমেট ফাইটিং চ্যাম্পিয়নশিপ (ইউএফসি) প্রতিযোগিতায় ব্যবহৃত একটি খাঁচাবিশিষ্ট মঞ্চ। সাধারণত নেভাদার লাস ভেগাসে হয়ে থাকে এই লড়াই প্রতিযোগিতা।
আরও পড়ুন>> টুইটারে মাস্কের চেয়ারে নতুন সিইও
কিন্তু, এখন সত্যি সত্যিই যদি মাস্ক-জুকারবার্গ মারামারিতে নামেন, তাহলে কে জিতবেন? উত্তরটা কিন্তু সহজ।
If this is for real, I will do it
— Elon Musk (@elonmusk) June 22, 2023
এ মাসে ৫২ বছরে পা দিতে চলা ইলন মাস্ক নিজেই বলেছেন, বাচ্চাদের স্কুল থেকে আনা এবং শূন্যে ছুড়ে দেওয়ার বাইরে আমি কখনোই শরীরচর্চা করিনি।
বিপরীতে, ৩৯ বছর বয়সী মার্ক জুকারবার্গ এরই মধ্যে মিক্সড মার্শাল আর্টের প্রশিক্ষণ নিয়েছেন এবং কিছুদিন আগে একটি জুজিৎসু টুর্নামেন্টও জিতেছেন।
আরও পড়ুন>> টুইটারকে টেক্কা দিতে নতুন অ্যাপ আনছে মেটা
দুই ধনকুবেরের এই আলোচনা এরই মধ্যে ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। বিবিসি’র পক্ষ থেকে এ বিষয়ে জানতে মেটা ও টুইটারের সঙ্গে যোগাযোগ করা হয়েছিল।
মেটার এক মুখপাত্র জুকারবার্গের ইনস্টাগ্রাম স্টোরির দিকে ইঙ্গিত করে বলেছেন, স্টোরিটা নিজেই কথা বলছে। তবে টুইটারের পক্ষ থেকে কারও মন্তব্য পাওয়া যায়নি।
সূত্র: বিবিসি
কেএএ/