রাস্তা পরিষ্কার রাখতে ঘোড়াকে পরানো হচ্ছে ‘ডায়াপার’
দেশে দেশে মালামাল পরিবহনে ঘোড়ার গাড়ির প্রচলন রয়েছে বহুযুগ ধরে। কিন্তু এসব ঘোড়ার মলমূত্র থেকে রাস্তাঘাট যেভাবে নোংরা হয়, তা অনেকের কাছেই অস্বস্তিকর। ছড়াতে পারে রোগ-জীবাণুও। কিন্তু সেই সমস্যারই দারুণ এক সমাধান এনেছেন ফিলিস্তিনের গাজা উপত্যকার বাসিন্দারা।
ঘোড়ার মলমূত্র থেকে রাস্তা নোংরা হওয়া ও দুর্গন্ধ ছড়ানো আটকাতে প্রাণীগুলোর পেছনে পরিয়ে দেওয়া হচ্ছে ডায়াপার-সদৃশ একধরনের বিশেষ ব্যাগ।
আরও পড়ুন>> ইসরায়েলি পতাকা খুলে ফেলে দিলো কাক, ভিডিও ভাইরাল
রাস্তায় চলাচলকারী ঘোড়া ও গাধার পশ্চাদ্দেশে বেঁধে দেওয়া হচ্ছে এসব ব্যাগ। ফলে প্রাণীগুলো গাড়ি টানার সময় মলমূত্র ত্যাগ করলে তা গিয়ে পড়ছে সোজা ব্যাগের মধ্যে।
এতে একদিকে যেমন রাস্তা নোংরা হওয়ার আর ভয় থাকছে না, তেমনি প্রাকৃতিক সারেরও চমৎকার উৎস হয়ে উঠেছে সেগুলো। উৎকৃষ্টমানের এসব সার যেকোনো কৃষিজমিতেই ব্যবহার করা যেতে পারে।
আরও পড়ুন>> সাপ চিবিয়ে খাচ্ছে ‘তৃণভোজী’ হরিণ, ভিডিও ভাইরাল
গাজা উপত্যকার দক্ষিাঞ্চলীয় দেইর আল-বালাহ শহরে এই উদ্যোগের প্রচারকারীদের একজন আনোয়ার আল-ঘাওয়াশ। তিনি বলেন, আমরা একটি পরিচ্ছন্ন পরিবেশ সংরক্ষণ করতে, আমাদের রাস্তাগুলোকে পরিষ্কার রাখতে এবং একটি সভ্য পরিস্থিতি বজায় রাখতে চাই।
সূত্র: রয়টার্স
কেএএ/