তীব্র তাপপ্রবাহ
উত্তরপ্রদেশে তিনদিনে হাসপাতালে ভর্তি ৪০০, মারা গেছে অর্ধশতাধিক
তীব্র তাপপ্রবাহে নাকাল ভারতের উত্তরপ্রদেশ। রাজ্যের বালিয়া জেলা হাসপাতালে গত তিনদিনে প্রায় ৪০০ মানুষ চিকিৎসার জন্য ভর্তি হয়েছে। এর মধ্যে মারা গেছে অর্ধশতাধিক মানুষ। চিকিৎসকরা বলছেন, ভিন্ন ভিন্ন কারণে এসব মানুষের মৃত্যু হলেও এর পেছনে প্রধান কারণ মাত্রাতিরিক্ত গরম।
প্রচণ্ড গরমের কারণে হাসপাতালে রোগীর চাপ বাড়ছে। তাপপ্রবাহের কারণে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। বেশির ভাগ স্থানেই তাপমাত্রা ৪০ ডিগ্রি ছাড়িয়ে গেছে।
আরও পড়ুন: ফিলিপাইনে ১২০ আরোহীসহ ফেরিতে আগুন
চিকিৎসকরা বলছেন, গরমের কারণে হঠাৎ করেই জ্বর, শ্বাসকষ্ট ও অন্যান্য সমস্যা নিয়ে হাসপাতালে আসা রোগীর সংখ্যা বেড়ে গেছে। একই সঙ্গে মৃত্যুর সংখ্যাও বাড়ছে। অতিরিক্ত রোগীর চাপ সামলাতে গিয়ে রীতিমত হিমশিম খাচ্ছেন সেখানকার কর্মীরা। এমন অবস্থায় কর্মীদের সব সময় প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।
জেলা হাসপাতাল বালিয়ার ইন-চার্জ মেডিকেল সুপারিনটেন্ডেন্ট বলেন, গত ১৫ জুন ২৩ জন রোগীর মৃত্যু হয়, এর পরদিন মারা যায় আরও ২০ জন রোগী। অপরদিকে গতকাল আরও ১১ জনের মৃত্যু হয়।
এদিকে উত্তরপ্রদেশের স্বাস্থ্যমন্ত্রী ব্রজেশ পাঠক বলেন, স্থানীয় সরকার পরিস্থিতি নজরে রেখেছে। তিনি ব্যক্তিগত ভাবেও পুরো পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন বলে জানানো হয়েছে।
আরও পড়ুন: সুদানে বিমান হামলায় শিশুসহ নিহত ১৭
তীব্র গরম বা ঠাণ্ডায় মধ্যে শ্বাসকষ্ট, ডায়াবেটিকস ও রক্তচাপজনিত সমস্যা আছে এমন রোগীদের ঝুঁকি বেড়ে যায়। সে কারণে তাপপ্রবাহে এসব রোগীর মৃত্যু ঝুঁকি সবচেয়ে বেশি।
টিটিএন