যুক্তরাজ্যের রাস্তায় তিনটি ভয়াবহ হত্যাকাণ্ড

ফিরোজ আহম্মেদ বিপুল
ফিরোজ আহম্মেদ বিপুল ফিরোজ আহম্মেদ বিপুল
প্রকাশিত: ০১:৫২ এএম, ১৪ জুন ২০২৩

যুক্তরাজ্যের নটিংহামে ধারাবাহিক হামলায় তিনজনকে হত্যা করা হয়েছে। এই তিনজনের মরদেহ পাওয়া গেছে রাস্তায়। এছাড়া আরও তিনজনের ওপর ভ্যানচাপা দেওয়ার চেষ্টা করা হয়েছে। তাদের ভর্তি করা হয়েছে হাসপাতালে। ব্রিটিশ পুলিশ এ ঘটনাকে ভয়ঙ্কর হত্যাকাণ্ড বলছে।

পুলিশ বলেছে, স্থানীয় সময় ভোর ৪টার পরই শহরের কেন্দ্রস্থলে একটি রাস্তায় দুজনকে মৃত অবস্থায় পাওয়া যায়। এরপর শহরের কেন্দ্রের ঠিক বাইরে একটি রাস্তায় আরও একজনের মরদেহ পাওয়া যায়।

এদিকে ঘটনার পর নটিংহামের বেশ কয়েকটি রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে। এছাড়া স্থগিত করা হয়েছে নটিংহাম ট্রাম নেটওয়ার্ক ব্যবস্থা।

আরও পড়ুন: রুশ তেলের দাম চীনা মুদ্রায় শোধ, আমদানি ‘লাভজনক’ বললো পাকিস্তান

হত্যায় জড়িত থাকার সন্দেহে ৩১ বছর বয়সী একজনকে গ্রেফতার করা হয়েছে। তিনি এখন পুলিশ হেফাজতে রয়েছেন।

চিফ কনস্টেবল কেট মেইনেল বলেন, এটি একটি ভয়ঙ্কর এবং দুঃখজনক ঘটনা, যা তিনজনের প্রাণ কেড়ে নিয়েছে। এ ঘটনায় এক ব্যক্তিকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। তদন্তটি প্রাথমিক পর্যায়ে রয়েছে। গোয়েন্দারা কাজ করছেন।

চিফ কনস্টেবল জানান, তদন্ত অব্যাহত থাকা অবস্থায় রাস্তা বন্ধ থাকবে।

নটিংহামের একজন আইনপ্রণেতা অ্যালেক্স নরিস টুইটারে বলেছেন, আমাদের শহরের জন্য এটি ভয়ঙ্কর খবর। ক্ষতিগ্রস্তদের জন্য আমাদের প্রার্থনা রয়েছে।

জেডএইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।