পাসওয়ার্ড-শেয়ারিং বন্ধ, নেটফ্লিক্সের গ্রাহক বাড়ছে হু হু করে

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৪:৪৬ পিএম, ১১ জুন ২০২৩
ছবি: সংগৃহীত

একসময় নেটফ্লিক্স নিজেই বলতো, ‘লাভ ইজ শেয়ারিং এ পাসওয়ার্ড’। অর্থাৎ পাসওয়ার্ড ভাগাভাগিই হলো ভালোবাসা। কিন্তু সময়ের ব্যবধান আর অর্থনৈতিক চাপে পরিবর্তন এসেছে সেই ভালোবাসায়। এখন পকেটের অর্থ যার, ভালোবাসা, মানে পাসওয়ার্ডও তার। এটি কারও সঙ্গে শেয়ার করতে চাইলে তার জন্য গুনতে হবে বাড়তি টাকা।

গত মে মাস থেকে যুক্তরাষ্ট্রে চালু হয়েছে নেটফ্লিক্সের এই নতুন নীতি। অনেকেই আশঙ্কা করেছিলেন, পাসওয়ার্ড শেয়ারিং বন্ধ হলে হিতে বিপরীত হতে পারে ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্মটির জন্য। কিন্তু তা হয়নি। যে আশায় নেটফ্লিক্স পাসওয়ার্ড শেয়ারিং বন্ধ করেছে, তা সফল। এই নীতি চালু হওয়ার পর থেকে হু হু করে গ্রাহক (সাবস্ক্রাইবার) বাড়ছে সংস্থাটির।

আরও পড়ুন>> লোকসানের মুখে অ্যামাজন-উবার-নেটফ্লিক্সের মতো টেক জায়ান্টরা

গত ২৩ মে গ্রাহকদের কাছে এক ই-মেইলে নেটফ্লিক্স জানায়, তাদের পাসওয়ার্ড শেয়ারিং নীতিমালায় পরিবর্তন আসছে। গ্রাহকদের বলা হয়, আপনার নেটফ্লিক্স অ্যাকাউন্ট আপনার এবং আপনি যাদের সঙ্গে থাকেন- আপনার পরিবারের জন্য।

সংস্থাটির অনুমান, ১০ কোটির বেশি গ্রাহক তাদের অ্যাকাউন্ট পাসওয়ার্ড বাড়ির বাইরের লোকদের সঙ্গে শেয়ার করেছেন।

নতুন নিয়মে, যুক্তরাষ্ট্রে নেটফ্লিক্স ব্যবহারকারীরা প্রতি মাসে অতিরিক্ত ৭ দশমিক ৯৯ ডলার ফি দিয়ে বাড়ির বাইরে একজন সদস্য যোগ করতে পারবেন।

আরও পড়ুন>> রাশিয়ায় ব্যবসা বন্ধ করলো নেটফ্লিক্স-টিকটক

ডেটা প্রোভাইডার অ্যান্টেনার পরিসংখ্যান বলছে, নেটফ্লিক্সের এই সিদ্ধান্ত বেশ কাজে দিয়েছে। নতুন নীতি কার্যকরের পর চারবার তাদের দৈনিক সর্বোচ্চ নতুন গ্রাহকের রেকর্ড ভেঙেছে। এর মধ্যে গত ২৬ ও ২৭ মে দুইদিনই প্রায় এক লাখ করে নতুন গ্রাহক পেয়েছে প্ল্যাটফর্মটি।

নেটফ্লিক্সের গ্রাহক বৃদ্ধির সাম্প্রতিক এই হার করোনাভাইরাস মহামারির মধ্যে লকডাউন চলাকালীন রেকর্ডকেও ছাড়িয়ে গেছে। পাসওয়ার্ড শেয়ারিং বন্ধের পর প্ল্যাটফর্মটিতে দৈনিক গড়ে ৭৩ হাজার নতুন গ্রাহক যোগ হচ্ছেন, যা আগের ৬০ দিনের গড়ের তুলনায় প্রায় ১০২ শতাংশ বেশি।

আরও পড়ুন>> নেটফ্লিক্সে নতুন প্ল্যান, কমবে সাবস্ক্রিপশন খরচ

নতুন নীতিতে নেটফ্লিক্সের শুধু গ্রাহকই বাড়েনি, সুখবর আসছে শেয়ারবাজার থেকেও। সংস্থাটির শেয়ারের দর সম্প্রতি ২ দশমিক ৩ শতাংশ বাড়তে দেখা গেছে।

সূত্র: সিএনবিসি, এনডিটিভি
কেএএ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।