পাকিস্তানে গাধা বাড়ছে

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১১:২৪ এএম, ০৯ জুন ২০২৩

২০২২-২০২৩ অর্থ বছরের অর্থনৈতিক জরিপ প্রকাশ করেছে পাকিস্তান। এতে দেখা গেছে, দেশটিতে গাধার সংখ্যা বেড়েছে। মূলত গত কয়েক বছর ধরেই পাকিস্তানে গাধার সংখ্যা বাড়ছে। এখন দেশটিতে গাধার সংখ্যা বেড়ে ৫৮ লাখে দাঁড়িয়েছে। খবর জিও নিউজের।

গত কয়েক বছরের পরিসংখ্যান দেখা গেছে, পাকিস্তানে ক্রমাগতভাবে গাধার সংখ্যা বাড়ছে। ২০১৯-২০২০ অর্থবছরে দেশটিতে গাধার সংখ্যা ছিল ৫৫ লাখ, ২০২০-২০২১ সালে এই সংখ্যা ছিল ৫৬ লাখ, ২০২১-২০২২ অর্থবছরে আরও এক লাখ বেড়ে এই সংখ্যা দাঁড়িয়েছিল ৫৭ লাখে।

পাকিস্তানের অর্থমন্ত্রী ইসহাক দারের প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, দেশটিতে গরুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে প্রায় ৫৬ লাখ, মহিষের সংখ্যা ৪৫ লাখ, ভেড়া ৩২ লাখের একটু বেশি ও ছাগলের প্রায় ৮৫ লাখ।

আরও পড়ুন>গরমে পচে যাচ্ছে রাস্তায় পড়ে থাকা মৃতদেহ, বিপাকে বাসিন্দারা

তবে গত চার বছরে উট বা ঘোড়ার সংখ্যায় কোনো পরিবর্তন হয়নি। দেশটিতে উট রয়েছে ১১ লাখ ও ঘোড়া রয়েছে চার লাখ।

আরও পড়ুন>লোহিত সাগরের তীরে হাঙরের আক্রমণে রুশ নাগরিকের মৃত্যু

পাকিস্তানের প্রাণিসম্পদ কৃষিখাতে সবচেয়ে বড় অবদানকারী হিসেবে আবির্ভূত হয়েছে। গুরুত্বপূর্ণ অবদান রাখছে জিডিপিতেও।

এমএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।