আইএসবিরোধী অভিযানে আরও সেনা পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র


প্রকাশিত: ০৫:১৮ এএম, ০৯ ডিসেম্বর ২০১৪

ইরাকে আইএস (ইসলামিক স্টেট) নির্মূলে যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন অভিযানে আরও সেনা পাঠানো হচ্ছে। এক মার্কিন সেনা কর্মকর্তা সোমবার এ কথা জানান। খবর বিবিসির।

আইএসবিরোধী অভিযানের সমন্বয়ক লেফট্যানেন্ট জেনারেল জেমস টেরি জানান, ইরাকে আরও ১৫০০ সেনা পাঠানো হবে। এ সেনারা যুক্তরাষ্ট্রের পূর্ব প্রতিশ্রুত ৩১০০ সৈন্যের সঙ্গে যোগ দেবে। নতুন এই সেনাদের জোটভুক্ত কোন কোন দেশ সরবরাহ করবে তা জানাননি টেরি।

এর আগে এক উপদেষ্টা পর্ষদের নিয়মানুযায়ী ইরাকে ৩১০০ সেনা পাঠাতে সম্মত হয় যুক্তরাষ্ট্র। টেরি জানান, গত সপ্তাহে আইএস ইস্যু নিয়ে জোটভুক্ত দেশগুলোর বৈঠকে ওই অঞ্চলের (ইরাক) নিরাপত্তা ব্যবস্থা জোরদারে আরও সেনা পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়। তিনি জানান, ইরাকি বাহিনীকে শক্তিশালী করতে জোট কাজ করছে। ইরাকি সামরিক বাহিনী প্রতিনিয়ত শক্তিশালী হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।

প্রসঙ্গত, ইরাক ও সিরিয়ায় নিয়মিত বাহিনীর পাশাপাশি যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন মিত্র দেশগুলোর বিমান হামলা সত্ত্বেও পাল্টা আক্রমণ অব্যাহত রেখেছে আইএস।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।