মিডিয়াকে শ্বেতার খোলা চিঠি

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক বিনোদন ডেস্ক
প্রকাশিত: ০৩:৩৩ এএম, ০৯ ডিসেম্বর ২০১৪

দেহব্যবসার দায়ে অভিযুক্ত ও আটক হওয়ার পর হায়দারাবাদের আদালত থেকে ক্লিনচিট পেয়েই সরগরম হলেন মাকড়ি খ্যাত অভিনেত্রী শ্বেতা বসু প্রসাদ। মিডিয়াকে লিখেছেন খোলা চিঠি। জানিয়েছেন, তাকে নিয়ে রসালো সব খবরের সময়ও তার পরিবার ও বন্ধুরা তার পাশে ছিল এবং তারা কেউ সংবাদপত্রের `গল্প` বিশ্বাস করেনি।

শ্বেতা লিখেছেন, “আমি যখন রেসকিউ হোমে ছিলাম, সেই ৫৯ দিন তো আমার কাছে ফোনও ছিল না। তখন আমি মিডিয়ায় বিবৃতি দেই কী করে! আমি শুধু আমার মা ও গুটিকয়েক বন্ধুর কাছে কল দিতে পেরেছিলাম। ২ মাস কোনও সংবাদপত্র, টিভি, ইন্টারনেটের ধারেকাছেও ছিলাম না।”

বিশেষ করে শ্বেতা আটক হওয়ার ভারতের প্রায় সবকটি গণমাধ্যমেই খবর এসেছিল, তিনি `টাকার অভাবে` এ পথে এসেছিলেন। আর এ খবরটাকেই উড়িয়ে দিলেন শ্বেতা। ওপেন চ্যালেঞ্জ জানিয়েছেন ভারতের মিডিয়াকেও। তার বক্তব্যের প্রমাণ থাকলে তা যেন দেখায় তারা।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।