চীনে ভূমিধসে নিহত ১৪

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০২:১৩ পিএম, ০৫ জুন ২০২৩
ছবি সংগৃহীত

চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় সিচুয়ান প্রদেশে ভূমিধসের ঘটনায় ১৪ জন নিহত হয়েছে। এছাড়া নিখোঁজ রয়েছে আরও পাঁচজন। স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, রোববার ওই দুর্ঘটনা ঘটেছে। এএফপির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

সামাজিক মাধ্যমে প্রকাশিত এক বিবৃতিতে স্থানীয় সরকারের পক্ষ থেকে জানানো হয়, লেশান শহরের কাছাকাছি অবস্থিত জিনকৌহে এলাকার একটি রাষ্ট্রীয় মালিকানাধীন বনায়ন স্টেশনে সকাল ৬টার দিকে ভূমিধসের ঘটনা ঘটে।

ওই বিবৃতিতে জানানো হয়েছে, স্থানীয় সময় রোববার দুপুর সাড়ে ৩টা পর্যন্ত ১৪ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এছাড়া এখনও পর্যন্ত নিখোঁজ রয়েছে আরও পাঁচজন।

আরও পড়ুন: কেমন আছেন করমন্ডল এক্সপ্রেসের দুই চালক?

বিবৃতিতে আরও জানানো হয়েছে, কর্তৃপক্ষ ঘটনাস্থলে ১৮০ জনের বেশি উদ্ধারকর্মী এবং পুনরুদ্ধার সরঞ্জাম মোতায়েন করেছে। এখনও তল্লাশি ও উদ্ধার কাজ চলছে বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।

প্রাদেশিক রাজধানী চেংড়ু থেকে প্রায় ২৪০ কিলোমিটার (১৫০ মাইল) দূরের একটি পাহাড়ি এলাকায় ওই দুর্ঘটনা ঘটেছে। চীনের পাহাড়ি এলাকায় প্রায়ই ভূমিধসের ঘটনা ঘটতে দেখা যায়। বিশেষ করে বর্ষার সময় এ ধরনের দুর্ঘটনা বেশি ঘটে।

তবে জিনকৌহের প্রচার বিভাগের এক কর্মকর্তা রোববারের ভূমিধসের বিষয়ে আর কোনো মন্তব্য করতে রাজি হননি। ওই অঞ্চলটি বন্যা ও ভূমিধস ছাড়াও ভূমিকম্প প্রবণ একটি এলাকা।

আরও পড়ুন: চীনের পর জাপানেও উষ্ণতার রেকর্ড, চোখ রাঙাচ্ছে এল নিনো

এর আগে ২০০৮ সালে সেখানে ৭ দশমিক ৯ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্পে ৮৭ হাজারের বেশি মানুষ প্রাণ হারায়। এর মধ্যে ৫ হাজার ৩৩৫ জনই ছিল স্কুল শিক্ষার্থী। এছাড়া গত ফেব্রুয়ারিতে উত্তরাঞ্চলীয় ইনার মঙ্গোলিয়ায় একটি খনি ধসের ঘটনায় অর্ধশতাধিক মানুষ নিহত বা নিখোঁজ হয়।

টিটিএন

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।